বাংলা হান্ট ডেস্ক: বিয়ের ম্রশুমে সোনার দামে ফের আরও একবার বিরাট বদল (Gold Price)। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সোনার দামে কিছুটা কমেছে। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। একনজরে দেখে নিন আজকে বাজারে সোনার দাম কত যাচ্ছে।
কমল হলুদ ধাতুর দর! ভিড় গয়নার দোকানে জানুন আজকের রেট (Gold Price)
বিয়ে হোক বা উৎসবের মরশুম হলুদ ধাতুকে শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। কিন্তু নভেম্বরের সপ্তাহে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। তো যাই হোক সপ্তাহের প্রথম দিনে সোনার দাম কত যাচ্ছে এক নজরে তা দেখে নিন (Gold Price)।
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৮৫০টাকা (-২০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৮৫০০টাকা (-২০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৭০ টাকা (-২০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৭০০টাকা (-২০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৪১০টাকা (-১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৪১০০ টাকা (-১৫০)।

আরও পড়ুন: শীতের ছুটিতে দারিংবাড়ির পাশাপাশি ঘুরে আসতে পারেন এই দুই দর্শনীয় জায়গা
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৭৪০(+২৪৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৭৪০০(+২৪৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৭৩০টাকা (+২৪৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৭৩০০টাকা (+২৪৫০)।
প্রসঙ্গত, গত কয়েক বছরে সোনার দাম (Gold Price) বেড়েছে দ্রুত গতিতে। বিশেষ করে আগের মাসে লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সোনার দর। এমতাবস্থায় সামান্য দাম কিছুটা কমায় স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।












