ফের সোনা-রুপোর দামে বিপুল বৃদ্ধি! ১০ গ্রাম মিলছে এত টাকায়, দিশেহারা অবস্থা ক্রেতাদের

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের বিপুল বৃদ্ধি! বৃহস্পতিবার দেশে সোনা এবং রুপোর দামে দ্রুত বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। মূলত, কমোডিটি বাজার এবং বুলিয়ন বাজারে সোনা এবং রুপোর ভিন্ন দাম দেখা গিয়েছে। এমতাবস্থায়, দেশের শহরগুলির রিটেল মার্কেটে সোনার দাম আবারও প্রতি ১০ গ্রামে ৭৫,০০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে। যদিও, বর্তমানে MCX-এ এই দামের নিচে বিক্রি হচ্ছে। এদিকে রাজধানী দিল্লিতে সোনা বিক্রি (Gold Price) হচ্ছে ৭৫,০০০ টাকার ওপরে।

দেশের প্রধান চারটি শহরে সোনার দাম (Gold Price):

১. নয়া দিল্লিতে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৫,১৬০ টাকা।
২. মুম্বাইতে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৫,০১০ টাকা।
৩. চেন্নাইতে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৫,০১০ টাকা।
৪. কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৫,১৬০ টাকা।

   

Gold price rose again across the country.

দেশের চারটি বড় শহরে রুপোর দাম:
১. নয়া দিল্লিতে রুপোর দাম প্রতি কেজিতে ৯৬,১০০ টাকা।
২. মুম্বাইতে রুপোর দাম প্রতি কেজিতে ৯৬,১০০ টাকা।
৩. চেন্নাইতে রুপোর দাম প্রতি কেজিতে ৯৬,১০০ টাকা।
৪. কলকাতায় রুপোর দাম প্রতি কেজিতে ৯৬,১০০ টাকা।

আরও পড়ুন: হার্দিক নাকি সূর্যকুমার? ভারতের T20 দলের অধিনায়ক হিসেবে কাকে বাছলেন গম্ভীর? জানালেন সিদ্ধান্ত

ফিউচার মার্কেটে সোনার দাম: মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অর্থাৎ MCX-এ সোনার দামে (Gold Price) বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। অগাস্ট ফিউচারে, সোনার দাম ২৪২ টাকা বা ০.৩৩ শতাংশ বেড়েছে এবং এটির দাম প্রতি ১০ গ্রামে ৭৪,৩৭৯ টাকায় পাওয়া যাচ্ছে। MCX-এ, রুপোর সেপ্টেম্বর ফিউচারের দাম ৩৭০ টাকা বা ০.৪০ শতাংশ বেড়ে ৯২,৩১২ টাকা প্রতি কেজি হয়েছে।

আরও পড়ুন: আপনার এলাকায় কি রয়েছে BSNL-এর নেটওয়ার্ক? ১ মিনিটে নিন জেনে, শুধু করতে হবে এই কাজটি

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম: আন্তর্জাতিক বাজারে COMEX-এ সোনার দাম (Gold Price) ১৩ ডলার বা ০.৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ২,৪৭৩.১৫ ডলার হয়েছে। এদিকে কমেক্সে, রুপো ০.২৪৮ ডলার বা ০.৮১ শতাংশ বৃদ্ধির সাথে প্রতি আউন্সে ৩০.৬২২ ডলার হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান সময়ে বিশ্বব্যাপী অস্থিতিশীলতার প্রভাব সোনা ও রুপোর দামে দেখা যাচ্ছে এবং নিরাপদ বিনিয়োগের বিকল্প হওয়ায় এগুলির চাহিদাও বেশি রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর