বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক-শিক্ষিকাদের জন্য দারুণ সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সরকার । আর নিজের জেলার বাইরে গিয়ে দূরে শিক্ষকতা করতে হবে না । সরস্বতী পুজোর আগের দিনই এই ঘোষণা করে দিয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তখনও মন্ত্রিসভার সিলমোহর পড়েনি । এবার সেটাও আর বাকি থাকল না । মন্ত্রিসভার তরফেও এ সিদ্ধান্তে সিলমোহর পড়ে গেল ।
এবার থেকে নিজ নিজ জেলার স্কুলেই শিক্ষকতা করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা । দূরের স্কুলে শিক্ষকতা করা থেকে রেহাই মিলল শেষ পর্যন্ত এসএসসি পাশ করা শিক্ষক-শিক্ষিকাদের ।
এতদিন পর্যন্ত দূরে নিজের জেলার বাইরে গিয়ে স্কুলের শিক্ষকতা করতে হত শিক্ষকদের । স্কুলের ডিউটি বাদ দিয়ে অনেক সময় অনেক শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি থেকে যাতায়েত করতে প্রচুর সময় নষ্ট হত । এবার থেকে সেই সময় বেঁচে যাবে তাঁদের । নিজের জেলার মধ্যে স্কুলে যেতে অনেকটাই সময় বাঁচবে তাঁদের । শুধু সময় নয়, যাতায়েত খরচাটাও অনেকটা কমে যাবে । এদিন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সমর্থন জানান মন্ত্রীরা ।
সরস্বতী পুজোর দিন ট্যুইটারে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই পুজো শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানানোর সঠিক দিন । তাই এই নতুন নিয়ম চালু করে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী । এতদি পর্যন্ত শিক্ষকতার চাকরি অনেককে বাড়ি ছেড়ে দূরে থাকতে হত অথবা পুরো দিনটাই যেতে আসতে বাইরে কেটে যেত, যা পরিবারের কাছে অনেক সময় অশান্তির কারণ হয়ে ওঠে বা পরিবারের তরফে বাইরে থাকা বিশেষ করে শিক্ষিকাদের জন্য সমস্যার কারণ তৈরি হত । এ সমস্ত অসুবিধার কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন নিয়ম চালু করলেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ।