সার্চ করতে লাগে না এক পয়সাও, তবু মিনিটে আয় ২ কোটি! কীভাবে কাঁড়ি কাঁড়ি টাকা কামায় গুগল?

বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্বজুড়ে গুগল (Google) এখন অত্যন্ত পরিচিত একটি নাম। ৮ থেকে ৮০, গুগল বাবার ভক্ত সবাই। কম্পিউটার, ল্যাপটপ হোক কিংবা হাতের স্মার্টফোন, গুগলে গিয়ে নিমেষে জেনে নেওয়া যায় সবকিছু। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ যে কোনও কিছুর অনুসন্ধানের জন্য ভরসা রাখেন সার্চ ইঞ্জিন গুগলের (Google) উপর।

গুগলের (Google) ইনকামের সোর্স কী ?

আপনার মনে যে কোনও প্রশ্নের উত্তর নিমেষে দিয়ে ফেলতে পারে গুগল (Google)। তবে বিশ্বজুড়ে কাউকেই এক পয়সাও খরচ করতে হয় না Google ব্যবহার করার জন্য। তা সত্ত্বেও এই সার্চ ইঞ্জিন সংস্থা কোটি কোটি টাকা রোজগার করছে প্রতিদিন। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, প্রতি মিনিটে গুগল উপার্জন করে ২ কোটি টাকা।

   

আরোও পড়ুন : অবিশ্বাস্য হলেও সত্যি! ট্রেনের চাকায় ঢালা হয় ভুরি ভুরি বালি, কিন্তু কেন জানেন?

এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে কীভাবে গুগল এত টাকা রোজগার করছে? আসলে গুগলের (Google) আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন (Advertisement)। গুগলে কিছু সার্চ করলেই উপরের দিকে দেখা যায় কিছু বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপন সংস্থাই অর্থ দিচ্ছে গুগলকে। আপনি যখনই এই সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করছেন তখন কোনও না কোনও সংস্থার বিজ্ঞাপন দেখতে পান।

আরোও পড়ুন : এই দেশটিই সবচেয়ে বেশি দেনাগ্রস্ত সারা বিশ্বে! পাকিস্তান বা বাংলাদেশ নয় কিন্তু, তাহলে কে জানেন?

সেই বিজ্ঞাপন থেকেই মোটা টাকা উপার্জন করে আমেরিকার এই সার্চ ইঞ্জিন সংস্থা (Search Engine)। এছাড়াও ইউটিউবে বিজ্ঞাপনের ভিডিও দেখিয়েও বিপুল টাকা রোজগার করে তারা। তবে ভাববেন না গুগলের সব পরিষেবাই সম্পূর্ণ ফ্রি। বেশ কিছু পরিষেবা রয়েছে যা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের অর্থ প্রদান করতে হয়।

গ্রাহকদের অর্থ দিয়ে ব্যবহার করতে হয় Google ক্লাউড এবং প্রিমিয়মের মতো পরিষেবাগুলি। এর থেকেও প্রচুর পরিমাণ আয় করে গুগল। অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম তৈরি করেছে গুগল। যে যে কোম্পানি গুগল প্লে স্টোর এবং গুগল সার্ভিসেস ব‍্যবহার করছে তাদের অর্থ প্রদান করতে হচ্ছে গুগলকে।

google 20200328130524

 

এর থেকেও গুগলের (Google) মোটা টাকা রোজগার হয়। গুগল প্লে স্টোর (Play Store) থেকে ব্যবহারকারীরা বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করতে পারেন। তবে সেই সব কোম্পানিগুলিকে অর্থ প্রদান করতে হয় যারা সেটি ডেভলপ করছে। সেখান থেকেও টাকা রোজগার করে থাকে গুগল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর