রাস্তায় নামাজ পড়ার বিরোধিতায় এবার গোবর্ধন পুজো, রেগে লাল আসাদউদ্দিন ওয়াইসি

বাংলাহান্ট ডেস্কঃ রাস্তার উপরই প্রতি শুক্রবার করে নামাজ পড়তেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এবার সেই রাস্তাতেই গোবর্ধন পুজোর আয়োজন করলেন ডানপন্থী হিন্দু গোষ্ঠীর সদস্যরা। শুক্রবার গুরুগ্রামের (gurugram) সেক্টর ১২-র একটি মনোনীত নমাজের জায়গায় এই ঘটনার আয়োজন করেছিলেন সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতি। অংশ নিয়েছিলেন বিজেপি সদস্যরাও।

সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতি দ্বারা আয়োজিত এই পদক্ষেপ, খোলা জায়গায় নমাজ পড়ার বিরুদ্ধে বলেই তাঁরা জানিয়েছেন। এদিন সেক্টর ১২-র পাশাপাশি সেক্টর ৪৭ এবং ডিএলএফ ফেজ-৩-র নির্ধারিত নামাজ পড়ার স্থানেও গোবর্ধন পুজো করা হয়। সেখানে পুলিশি মোতায়েনে উভয় সম্প্রদায়ের প্রার্থনা শান্তিপূর্ণভাবে করা হয়।

vjvbvb

বিষয়টা হল, গুরুগ্রামেরর হিন্দু সংগঠনগুলি এভাবে খোলা মেলা নামাজ পড়ার বিরুদ্ধে ছিল। সেই কারণেই প্রকাশ্যে যেসমস্ত জায়গায় নামাজ পড়া হত, সেইসব জায়গায় শুক্রবার গোবর্ধন পুজো করে ডানপন্থী হিন্দু গোষ্ঠীর সদস্যরা। আর এই সময় যাতে কোন সমস্যা না হয়, সেজন্য ওই সব স্থানে নামাজ পড়তে নিষেধ করেছিল প্রশাসন।

এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন বিজেপি নেতা কপিল মিশ্রও। তিনি বলেন, ‘দেশকে পথ দেখিয়েছে এই গুরুগ্রামের সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতি। তাঁরা দেখিয়ে দিয়েছে, কিভাবে পাবলিক প্লেস বা রাস্তায় স্বাধীনভাবে চলার জন্য কোন আইন না ভেঙ্গেই কিভাবে যুদ্ধে জয়ী হওয়া যায়’।

Asaduddin Owaisi TW 1579431006

উলটো দিকে এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ করেছেন AIMIM সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘প্রতিবাদকারীরা কতোটা কট্টরপন্থী হতে পারে, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। মুসলমানদের প্রতি এটা ঘৃণা বর্ষণের উদাহরণ। সপ্তাহে একবার ১৫-২০ মিনিটের জন্য নিজের ধর্ম অনুসরণ করা বা জুমার নামাজ পড়া কিভাবে অন্যের ক্ষতি করতে পারে?’

Smita Hari

সম্পর্কিত খবর