বাংলা হান্ট ডেস্কঃ ফের বিপাকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য (State Government) । সূত্রের খবর, যাদবপুর থানায় ওই এফআইআর (FIR) দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করতে চেয়ে পুলিশের তরফে আবেদন করা হয়।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি।ছাত্রের মৃত্যুর প্রতিবাদে গত ১৭ অক্টোবর ভারতীয় জনতা যুব মোর্চার তরফে প্রতিবাদ মিছিল করা হয় গোলপার্ক থেকে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত। বিজেপির কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু।
প্রথমে ওই মিছিলের অনুমতি না মিললেও পরে কলকাতা হাইকোর্টের অনুমতিতেই বিজেপির মিছিল হয়। মিছিলের জন্য বিভাগীয় ডিসিকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
আরও পড়ুন: দুশ্চিন্তা বাড়িয়ে ফের শুরু ঝড়-জল! আজ থেকে টানা হলুদ সতর্কতা কলকাতা সহ এই ৫ জেলায়
পুলিশ তরফে অভিযোগ, যুব মোর্চার ওই মিছিলের দিন কর্তব্যরত পুলিশকর্মীদের কটূক্তি করেন শুভেন্দু। সেই কারণেই এবার স্বতঃপ্রণোদিত FIR দায়ের করার অনুমতি চাইল যাদবপুর থানা।
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, ‘‘নতুন করে আবেদন করা হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন করা হয়েছে পুলিশের তরফে। বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশ এফআইআর করতে চায়। তিনি অত্যন্ত খারাপ ভাষায় পুলিশের সঙ্গে কথা বলেছেন। পুলিশকে গালিগালাজ করেছেন। প্রয়োজনে ওই ঘটনার ভিডিয়ো ফুটেজ আদালতে জমা দেওয়া যেতে পারে।”
আরও পড়ুন: সকাল সকাল ফের আদালতে ছুটলেন অভিষেক! কারণ জানলে অবাক হবেন
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “অন্য কর্মসূচিতেও শুভেন্দুকে পুলিশের উদ্দেশে খারাপ মন্তব্য করতে দেখা গিয়েছে। আরও খারাপ খারাপ কথা বলেছেন। বুধবার তিনি কোচবিহারে উস্কানিমূলক মন্তব্য করে ভয়ঙ্কর পরিস্থিতি করে তুলেছেন। আমরা ১৭ অগস্টের ঘটনায় বিচার চেয়ে আবেদন করেছি।”
এদিন বিরোধী দলনেতার আইনজীবী বলেন, “মূল মামলায় আমরা শুনানির সময় চাইছি ।” প্রসঙ্গত, হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা গত ডিসেম্বরে নির্দেশ দিয়েছিলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না।
বিচারপতির সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। পূর্বে নতুন করে এফআইআর করার নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। হাই কোর্টে ফেরত এসেছে সেই মামলা। তাই আগে ওই মূল মামলাগুলির অবস্থান স্পষ্ট না হলে নতুন করে এফআইআর করার বিষয়ে প্রশ্ন উঠতে পারে।
সব বিষয় বিবেচনা করে গতকাল বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আগামী ৬ সেপ্টেম্বর মূল মামলাগুলির শুনানি শুরু করবে আদালত। তবে পুলিশের আবেদনের বিরোধিতা করে লিখিত বক্তব্য জানাতে পারবেন শুভেন্দু অধিকারী। আগামী ৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।