শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরের দিনই আচমকাই দিল্লী সফর রাজ্যপালের, ঘনাচ্ছে রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা এবং দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানান। বিধানসভা থেকে পায়ে হেঁটে ৫০ জন বিজেপি বিধায়ককে রাজভবনে নিয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু অধিকারী।

সেখানে গিয়ে রাজ্যপালের সঙ্গে চা-চক্রে যোগ দেন তাঁরা। বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং বিরোধীদলের কর্মী-সমর্থকদের উপর অমানবিয় অত্যাচার হচ্ছে, সেই কথা আবারও রাজ্যপালের কানে তুলে ধরেন শুভেন্দুরা।

বিজেপির প্রতিনিধি মণ্ডলের সঙ্গে সাক্ষাতের পর তাঁদের নিয়েই সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর সেখান থেকেই তিনি আবারও রাজ্য সরকারকে আক্রমণ করেন। রাজ্যপাল জগদীপ ধনখড় সাংবাদিকদের সামনে বলেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসায় যেসব জায়গায় অত্যাচার চলেছে, মুখ্যমন্ত্রী সেখানে কেন যাননি? তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, ‘রাজ্যে গণতন্ত্র নিঃশ্বাস নিতে পারছে না।” রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যপাল।

গতকাল বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠকের পর আজ আচমকাই দিল্লী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চারদিনের জন্য দিল্লী যাচ্ছেন তিনি। মঙ্গলবার গিয়ে শুক্রবার তিনি বাংলায় ফিরছেন বলে জানা গিয়েছে। সোমবার বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর আচমকাই রাজ্যপালের দিল্লী সফর নিয়ে জল্পনা বেড়েছে। ওনার এই দিল্লী সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

https://twitter.com/jdhankhar1/status/1404674209821777920

ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবারও তিনি জানান, ‘বাংলায় গণতন্ত্র নিঃশ্বাস নিতে পারছে না।” এর আগে তিনি মেদিনীপুর সফর থেকে নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছিলেন। সোমবার রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী যেদিন শপথ নিয়েছিলেন, সেদিনই আমি রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতির দিকে ওনাকে নজর দিতে বলেছিলাম। কিন্তু উনি তা করেন নি। এত কিছুর পর এখন এটাই দেখার বিষয় যে, দিল্লী গিয়ে কার সঙ্গে সাক্ষাৎ করছেন রাজ্যপাল।


Koushik Dutta

সম্পর্কিত খবর