বাংলায় ভোটের আগেই মুখ্য নির্বাচনী কমিশনার বদল! কে এই জ্ঞানেশ কুমার? রইল আসল পরিচয়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজীব কুমারের পর ভারতের নতুন মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commissioner) হলেন জ্ঞানেশ কুমার। আগেই শোনা গিয়েছিল, এই পদের দাবিদারের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। অবশেষে আনুষ্ঠানিকভাবে জ্ঞানেশের (Gyanesh Kumar) নাম ঘোষণা করা হল। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁর কার্যকাল শুরু হচ্ছে। ২০২৯ সালের ২৬ জানুয়ারি অবধি এই পদে আসীন থাকবেন তিনি। অর্থাৎ আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করানোর দায়িত্বও থাকবে নয়া মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের কাঁধে।

নতুন মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমারের পরিচয়

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল। সেই আবহে দেশের মুখ্য নির্বাচনী কমিশনার বদল। রাজীব কুমারের অবসরের পর এই দায়িত্ব গ্রহণ করছেন ১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার।

জানা যাচ্ছে, আইআইটি কানপুরের ছাত্র ছিলেন এদেশের নতুন মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commissioner)। সেখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন। এরপর বিজনেস ফিন্যান্স নিয়ে পড়াশোনা। লম্বা সময় কেরল সরকারের হয়ে কাজ করেছেন জ্ঞানেশ। আদুরের সাব কালেক্টর, এর্নাকুলামের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর, কোচিন পুরনিগমের পুর কমিশনার, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের জন্য কেরল রাজ্য উন্নয়ন পর্ষদের ম্যানেজিং ডিরেক্টর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ সামলেছিলেন তিনি।

আরও পড়ুনঃ ED-র পর CBI! কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু! জেলমুক্তি কবে?

সেই সঙ্গেই ভারত সরকারেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন জ্ঞানেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব (কাশ্মীর ডিভিশন) ছিলেন তিনি। ২০১৯ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করার যে ঘোষণা করেছিলেন, সেটা খসড়া তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্মসচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবও ছিলেন। এবার এদেশের ২৬তম মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে ঘোষণা করা হল সেই জ্ঞানেশের নাম।

Chief Election Commissioner Gyanesh Kumar

চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা ভোট জ্ঞানেশ কুমারের প্রথম ‘চ্যালেঞ্জ’ হবে। এরপর আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরি বিধানসভা নির্বাচন করানোর দায়িত্বও থাকবে তাঁর কাঁধে। তবে পরবর্তী লোকসভা ভোটের আগেই জ্ঞানেশের কার্যকালের মেয়াদ শেষ হবে।

এদিকে মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commissioner) হিসেবে জ্ঞানেশ কুমারের নাম ঘোষণা ছাড়া সোমবার গভীর রাতে বিবেক জোশীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের ঘোষণাও করা হয়েছে। তিনি ১৯৮৯ ব্যাচের হরিয়ানা ক্যাডারের আইএএস অফিসার। গত বছর হরিয়ানার মুখ্যসচিব হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছিল। এবার নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X