হয়ে উঠবে আরও বিধ্বংসী! ৬০,০০০ কোটি খরচে সুখোই ফাইটার জেট বহরের আপগ্রেডেশনের পথে HAL-DRDO

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সামরিক দিক থেকে আরও শক্তিশালী এবং উন্নত হওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছে যে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited, HAL) এবং DRDO (Defence Research & Development Organisation)-র সহায়তায়, Su-30MKI ফাইটার জেট বহরের আপগ্রেডেশনের লক্ষ্যে ৬০,০০০ কোটি টাকা খরচ করা হবে।।

প্রতিরক্ষা মন্ত্রক কর্তৃক অনুমোদিত এই প্রকল্পের লক্ষ্য হল নতুন রাডার, মিশন কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা এবং নতুন অস্ত্র ব্যবস্থার ইন্টিগ্রেশন সহ বিমানের সক্ষমতা বৃদ্ধি করা। ইতিমধ্যেই HAL-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর CB অনন্তকৃষ্ণান ET-র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বেসরকারি ক্ষেত্রের ভূমিকা থাকবে। পাশাপাশি, এই আপগ্রেডের ক্ষেত্রে HAL প্রধান ভূমিকায় থাকবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সমগ্ৰ প্রকল্পটি দু’টি পর্যায়ে বিভক্ত থাকবে।

HAL-DRDO to upgrade Sukhoi fighter jet fleet at a cost of rupees 60,000 crore

যার মধ্যে প্রথমটিতে নতুন এভিওনিক্স এবং রাডার ইনস্টল করার ওপর ফোকাস করা হবে। পাশাপাশি, দ্বিতীয় ধাপটি ফ্লাইট কন্ট্রোল সিস্টেমগুলিতে মনোনিবেশ করবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দেশীয় সিস্টেমগুলি রাশিয়া থেকে তৈরি উপকরণের বেশ কয়েকটি উপাদান প্রতিস্থাপন করবে। যা প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের বিষয়ে ভারতের স্বনির্ভরতার দিকটি ভালোভাবে স্পষ্ট করবে।

আরও পড়ুন: গ্রাহকদের একটি বড় অংশ অবশ্যই মিলবে! Paytm-এর সঙ্কটের মধ্যেই ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া PhonePe-র CEO-র

এদিকে, মূল আপগ্রেডগুলির মধ্যে রয়েছে একটি নতুন দেশীয় রাডার সিস্টেম ইনস্টল করা। যাতে টার্গেট ডিটেকশন এবং এনগেজমেন্ট ক্যাপবিলিটি বাড়ানো যায়। এর পাশাপাশি, বিমানগুলিকেও নতুন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত করা হবে। এর ফলে শত্রুদের চোখে ধুলো দেওয়া সহজ হবে। দেশীয় ইনফ্রারেড সার্চ এবং ট্র্যাক সিস্টেমগুলির ইন্টিগ্রেশন এয়ার টু এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড টার্গেটিং ক্যাপবিলিটিকেও উন্নত করবে।

আরও পড়ুন: বিতর্কের মধ্যেও টলছেনা ভারত! মলদ্বীপে কাজের গতি বাড়াল নয়াদিল্লি, চাপে রয়েছে চিন

এয়ার ফোর্স এই বছরের মধ্যে নতুন সিস্টেমগুলিকে একত্র করার কাজ শুরু করার ক্ষেত্রে আশাবাদী। প্রাথমিক পর্যায়ে প্রায় ৯০ টি ফাইটার আপগ্রেড করার জন্য নির্ধারিত রয়েছে। যা সম্পূর্ণরূপে ভারতে পরিচালিত হবে। উল্লেখ্য যে, রাশিয়া থেকে ভারতের ২৭২ টি Su-30MKI জেটের প্রাথমিক অর্ডারটি বায়ুসেনার ফাইটার বহরের মেরুদণ্ড হয়ে উঠবে। পাশাপাশি, গত বছর ১২ টি জেটের জন্য অতিরিক্ত অর্ডার দেওয়া হয়েছিল। এদিকে, HAL ৫০ শতাংশের বেশি দেশীয় সামগ্রী অন্তর্ভুক্ত করে এই জেটগুলিকে আপগ্রেড করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর