বাংলা হান্ট ডেস্কঃ শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত কুড়ি ওভার শেষে 155 রানেই শেষ হয়ে যায় মুম্বাইয়ের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ভয়ঙ্কর মেজাজে শুরু করেছিলেন হায়দ্রাবাদে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। তবে 22 বলে 43 রানের ইনিংস খেলে হিট উইকেট করে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান জনি বেয়ারস্টো। তারপর ম্যাচের হাল ধরেন ডেভিড ওয়ার্নার একটা সময় ওয়ার্নারের খেলা দেখে মনে হচ্ছিল তিনি হয়তো হায়দ্রাবাদকে ম্যাচ জিতিয়েই ক্রিজ ছাড়বেন।
HARDIK with the gun fielding effort gets Warner🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#MIvSRH pic.twitter.com/XdAjXG3y04
— CC is the 🐐 (@rantworld101) April 17, 2021
HARDIK PANDYA saving the game with fielding. Legendary🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#MIvSRH pic.twitter.com/LIAuhzz1M7
— CC is the 🐐 (@rantworld101) April 17, 2021
তবে হায়দ্রাবাদের ইনিংসের 12 তম ওভারে হালকা করে বল খেলে দিয়ে এক রান নেওয়ার জন্য দৌড়ায় বিরাট সিং। অপর দিক থেকে দৌড়াতে শুরু করেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ডেভিড ওয়ার্নার ক্রিজে ঢোকার আগেই আগুনে গতিতে বল স্ট্যাম্পে মেরে দেন হার্দিক পান্ডিয়া এবং রান আউট হয়ে ওয়ার্নারকে ফিরে যেতে হবে। হার্দিক পান্ডিয়ার এই আগুনে থ্রো দেখে বিশ্বাসই করতে পারছিলেন না মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।