কংগ্রেস ছেড়ে এবার AAP-এ যোগ দিচ্ছেন সিধু, স্বাগত জানালেন কেজরীবাল

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটার থেকে রাজনৈতিক নেতা হওয়া নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) এবার কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) যুক্ত হতে চলেছেন। বৃহস্পতিবার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) বলেন, সিধু যদি আমাদের দলে যুক্ত হতে চায় তাহলে ওনাকে স্বাগত জানানো হবে।

কেজরীবালের কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে, আম আদমি পার্টিতে সিধুর যোগ দেওয়ার সম্ভাবনা চলছ, এটা নিয়ে আপনি কি বলতে চান? তখন উনি বলেন, ‘আমাদের দলে ওনাকে স্বাগত জানাই।” কেজরীবালকে যখন জিজ্ঞাসা করা হয় যে, ওনার দলের থেকে কি কেউ সিধুর সাথে যোগাযোগ করেছে? তখন উনি বলেন, করোনার এই সঙ্কটের মধ্যে রাজনীতি নিয়ে এর থেকে বেশি খুলে কিছু বলা যাবে না।

শোনা যাচ্ছে যে, সিধু পাঞ্জাব বিধানসবার নির্বাচনের আগেই AAP এ নাম লেখাতে চলেছেন। এমনও শোনা যাচ্ছে যে, সিধুর সাথে AAP এর রাজনৈতিক রণনীতিকার প্রশান্ত কিশোর কথা বলছে। আপনাদের জানিয়ে দিই, পাঞ্জাবের গত বিধানসভা নির্বাচনের আগেও সিধুর AAP এ যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু সেই সময় ওনাকে AAP এর মুখ্যমন্ত্রী পদের মুখ না করার জন্য উনি কংগ্রেসে যোগ দেন। ওনাকে ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকারে মন্ত্রী বানানো হয়।

নভজ্যোত সিং সিধু ২০১৭ তে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কংগ্রেসে ওনাকে ক্যাবিনেট মিনিস্টারের পদ দেওয়া হয়েছিল। কিন্তু কিছু সময় যেতে না যেতেই কংগ্রেসের বাকি নেতা আর মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর সাথে সিধুর সম্পর্কে ফাটল ধরে। এরপরই সিধু পাঞ্জাবের রাজনীতিতে একঘরে হয়ে যান।


Koushik Dutta

সম্পর্কিত খবর