‘টাকা নেই’, এলাহি আয়োজন ছেড়ে বৈঠকে টিফিন কমানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের

বাংলা হান্ট ডেস্কঃ স্বাস্থ্য দফতরের (Health Department) ভাঁড়ে মা ভবানী দশা। তীব্র আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে কাটছে দিন। জানা গিয়েছে, গত এপ্রিল মাস থেকে দফতরের বৈঠক পরিচালনা বাবদ কোনও অর্থ পাঠায়নি স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। যার জেরে সমস্যায় জেলা স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন তরফে জানানো হয়েছে, খাওয়া-দাওয়ার খরচে কাটছাঁট করার জন্য। তাই সেই নির্দেশ মেনে ফলে প্রয়োজনীয় বৈঠক ডাকলেও টিফিনের ভাড়ারে পড়েছে টান।

জানা গিয়েছে, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় সদর দফতরে গতকাল একটি পরিকল্পনা রূপায়ণ এবং পর্যালোচনা সংক্রান্ত বৈঠক ছিল। উপস্থিত ছিলেন সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ। তবে স্বাস্থ্য দফতর অর্থ সঙ্কটে থাকায় বৈঠক শেষে নামমাত্র টিফিন বিতরণ করা হয় সকলকে।

   

চলতি আর্থিক বছরে তিন মাস প্রায় তিনমাস কাটতে চললেও বৈঠক পরিচালনা বাবদ কোনও অর্থ এসে না পৌঁছানোয় স্বাস্থ্য দফতরে করুন দশা। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে , নিয়ম করে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে প্ৰতি মাসের ১০ এবং ২০ তারিখ দু’বার বৈঠক অনুষ্ঠিত হয়। এর জন্য চার মাস অন্তর অন্তর অর্থ বরাদ্দ করে স্বাস্থ্য ভবন। তবে এবারে তেমনটা না হওয়ায় বিপত্তি।

Swasthya vaban

আরও পড়ুন: ‘৫৫৩০ কোটির বিশাল বাজেট…’! মাদ্রাসা শিক্ষায় বিপুল বরাদ্দ মমতার, একহাত নিলেন অমিত মালব্য

এই বিষয়ে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার এক ডেপুটি সিএমওএইচ জানান, ‘‘এতদিন পর্যন্ত স্বাস্থ্য আধিকারিকের দফতরের প্রতিটি বৈঠক শেষে এলাহি টিফিনের আয়োজন করা হতো। তবে এবার তা হয়নি। উল্টে টিফিন কমানোর নির্দেশ এসেছে।” চলতি আর্থিক বছরে এখনও দফতরের বৈঠক পরিচালনার জন্য কোনো অর্থ মেলেনি বলে জানিয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। কেন হঠাৎ এই টিফিনে কাটছাঁট? তাহলে কী সরকারি কোষাগারে অর্থের অভাব দেখা দিয়েছে? উঠছে এমনই প্রশ্ন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর