বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতে একের পর এক ছবির লম্বা লাইন। বক্স অফিসে ঝড় তুলতে সেই তালিকায় রয়েছে কমেডি ছবি ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3)। আবারও জুটি বেঁধে পর্দায় ফিরতে চলেছেন অক্ষয়-সুনীল এবং পরেশ। তবে শোনা যাচ্ছে, এই ছবিতেই এবার দেখা যাবে আর এক বলিউড তারকাকে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। কিন্তু তার আগেই ঘটে গেল বড়সড় বিপত্তি।
‘হেরা ফেরি’ এই নামটা শুনলেই নস্ট্যালজিয়ায় ভাসেন সিনেপ্রমীরা। ইতিমধ্যেই বক্স অফিসে মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম এবং দ্বিতীয় পার্ট। আর এবার তৃতীয় পার্টের পালা। শোনা যাচ্ছিল, ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং। একসঙ্গে শ্যুটিং সেটে দেখা গেছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ‘হের ফেরি’ ত্রয়ীর সেই ছবি।
তবে একাধিক বিতর্ক শুরু হয়েছে এই ছবিকে কেন্দ্র করে। প্রথমেই পরিচালক ফারহার সামজিকে নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি টুইটারে তাঁকে রিমুভ করার ট্রেণ্ডও ওঠে। এরপরেই আসে আইনি জটিলতা। আর এবার সেই তালিকায় জুড়ল ইরস ইন্টারন্যাশনাল প্রযোজনা সংস্থার নাম।
সম্প্রতি একটি বিবৃতি জারি করে ইরস ইন্টারন্যাশনাল-এর তরফে জানানো হয়, ‘হেরা ফেরি’র ফ্র্যাঞ্চাইজির যত ছবি হবে সবটাই তাদের অধিকার। এমনকি পরিচালক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে নাকি প্রায় ৬০ কোটি টাকা প্রাপ্য ইরস ইন্টারন্যাশনালের। টাকা শোধ না করা পর্যন্ত নাকি ইরস ইন্টারন্যাশনালের কাছেই থাকা উচিত ‘হেরা ফেরি’র স্বত্ব।
তবে এখানেই শেষ নয়। এই সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়। এই ছবির শ্যুটিং হয়ে গেলেও বক্স অফিসে মুক্তি পাবে না এই ছবি। যতদিন না প্রাপ্য টাকা শোধ হচ্ছে ততদিন কিছুই করা সম্ভব নয় সাফ জানিয়ে দেওয়া হয়েছে ইরস ইন্টারন্যাশনালের তরফে। কবে কাটবে এই আইনিজট? এখন সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে নির্মাতাদের।