কেরল, কাশ্মীর ছাড়ুন! এবার রাজ্যের ‘এই’খানেই হবে হাউজবোটে রাত্রিবাস, খরচ শুনলে কালকেই ছুটবেন

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীর বা কেরল ঘুরতে গেলে পর্যটকদের অন্যতম আকর্ষণ থাকে হাউসবোটে (Houseboat) রাত্রি যাপন। তবে হাউসবোটে রাত্রি যাপনের অভিজ্ঞতা নেওয়ার জন্য কাশ্মীর বা কেরল যেতে হবে না। কলকাতার (Kolkata) খুব কাছেই এবার জলে ভেসে প্রিয় মানুষটির সাথে কাটাতে পারবেন রাত।

কলকাতার (Kolkata) কাছে মিলবে হাউজবোটের সুবিধা 

ব্যারাকপুর (Barrackpore) ক্যান্টনমেন্ট এলাকার জহরকুঞ্জে রয়েছে এই মঙ্গলধারা ট্যুরিজম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (West Bengal Tourism Development Corporation) পর্যটকদের জন্য শুরু করেছে আকর্ষণীয় এই ব্যবস্থা। মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে পর্যটকেরা এবার হাউসবোটে রাত কাটানোর সুযোগ পাবেন। সাথে থাকছে খাওয়া-দাওয়া ও বিনোদনের একাধিক ব্যবস্থা। 

আরোও পড়ুন : সোনাঝুরির হাট কি বন্ধ হয়ে যেতে চলেছে? আশঙ্কার কালো মেঘ দেখছেন ব্যবসায়ীরা

এখানে গোটা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাই হঠাৎ করে চলে গেলেই পাবেন না হাউসবোটে থাকার সুযোগ। এখানে আসার আগে অবশ্যই বুকিং করে আসতে হবে। বুকিং করার জন্য ভিজিট করতে হবে https://wbtdcl.wbtourismgov.in/home-এ।রোজকার দৈনন্দিন জীবনে যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে ছুটি কাটানোর জন্য দরকার নেই ভিন রাজ্যে পাড়ি দেওয়ার। 

IMG 20240705 150839

কলকাতার (Kolkata) খুব কাছেই পেয়ে যাবেন পর্যটনের অনন্য স্বাদ। প্রিয় মানুষটির সাথে গঙ্গার বুকে ভেসে ভেসে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন সূর্যাস্তের। জানলা দিয়ে উঁকি মারলে চারদিকে শুধুই জল আর জল। এখানে থাকা, খাওয়া ও বিনোদনের ব্যবস্থা সাধ্যের মধ্যেই। হাউসবোটের এসি ডবল রুমের ভাড়া প্রতি রাত চার হাজার টাকা। +91-9874026921 নম্বরে ফোন করেও আপনারা বুকিং করতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর