শিকড় থেকে কান্ড বিক্রি হয় সবকিছুই! এই গাছের চাষ করে সহজেই হতে পারবেন লাখপতি

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে যুবসমাজ চাকরির থেকেও ব্যবসার দিকে ঝুঁকছে বেশি। অনেকেই ঘরে বসে বিভিন্ন ধরনের ব্যবসা (Business) শুরু করছেন। আবার কেউ কেউ চাষের কাজ কিংবা কৃষি কাজ করেও শুরু করছেন ব্যবসা। দেখা যাচ্ছে চাকরি করার থেকে ব্যবসা করে অনেকেই মাসে মোটা টাকা উপার্জন করছেন।

এইরকম যারা চাষবাসে আগ্রহী তাদের জন্য আমরা আজ একটি বড় খবর নিয়ে এসেছি। এই চাষ করলে আপনি যেমন উপার্জন করতে পারবেন, তেমনি বাঁচাতে পারবেন মানুষের জীবনও। এছাড়াও বহু মানুষের কর্মসংস্থান হতে পারে আপনার এই ব্যবসার মাধ্যমে। শুধু তাই নয়, মাস গেলে মোটা অঙ্কের অর্থ ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার নিশ্চয়ই কৌতূহল জাগছে ? তাহলে, চলুন আলোচনা করা যাক।

আমরা কথা বলছি গুলখাইরা (Gulkhaira) গাছের সম্বন্ধে। বাজারে এই গাছের প্রতিটি অংশ বিক্রি করা হয়। প্রধানত ঔষধ তৈরীর কাজে ব্যবহৃত হয় এই গাছের বিভিন্ন অংশ। অবশ্য ওষুধ তৈরীর করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। শিকড় থেকে কান্ড সবকিছুই চড়া দামে বিক্রি হয়। বলে রাখা ভালো নভেম্বর মাসে শুরু হয় গুলখাইরার চাষ। এপ্রিল-মে মাসে তৈরি হয় এই গাছের চারা।

Gulkhaira

এরপর গাছটি ধীরে ধীরে দাঁড়িয়ে গেলে আপনাকে আর কষ্ট করতে হবে না গাছের চারার জন্য। এই গাছটি যে কোন গাছের সাথেই বসানো যায় এবং এতে ফুলও হয়। নানারকম ওষুধ তৈরি হয় এই গাছের অংশ দিয়ে। বিশেষত এই গাছের তৈরি ওষুধ খেলে নিরাময় পাওয়া যায় জ্বর ও কাশির সমস্যা থেকে। এছাড়াও এই গাছের অন্যান্য অনেক ঔষধি গুনাগুণ রয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর