বাংলা হান্ট ডেস্ক: একটা সময়ে প্রায় প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দাপট দেখাত চিন (China)। বিশেষত উৎপাদনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকত এই পড়শি দেশ। যদিও, এবার সময় পাল্টেছে। পাশাপাশি, পাল্টেছে পরিস্থিতিও। এমতাবস্থায়, চিনের দাপটকে ক্রমশ প্রতিহত করছে ভারত (India)। শুধু তাই নয়, আমেরিকার সাথেও ভারত পাল্লা দিচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
আমেরিকা বিশ্বের মস্তিষ্ক: প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকাকে বলা হয় বিশ্বের মস্তিষ্ক। অর্থাৎ, সহজ কথায় আমেরিকা হল টেকনোলজি নলেজ হাব। যেখান থেকে সারা বিশ্বে নলেজ অর্থাৎ জ্ঞান সরবরাহ করা হয়। বিষয়টি একটু সোজাভাবে বললে, ধরুন স্মার্টফোন যদি ভারতে তৈরি হয় তবে এটির রিসার্চ এবং ডেভেলপমেন্ট (R&D) হয় আমেরিকায়। স্মার্টফোনের ডিজাইন ও অন্যান্য কাজ আমেরিকায় সম্পন্ন করার পর এটি সারা বিশ্বে তৈরি করা হয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে।
স্মার্টফোন উৎপাদনে ভারতের প্রবেশ: আমরা যদি iPhone-এর উদাহরণ নিই সেক্ষেত্রে এটি আমেরিকায় ডিজাইন করা হয়েছে। কিন্তু এর উৎপাদন চিন এবং ভারতে হয়। তবে, প্রায় ৮ বছর আগে পর্যন্তও স্মার্টফোন উৎপাদনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল চিনের। এর মানে হল, সারা বিশ্বে বিক্রি হওয়া স্মার্টফোনের বেশিরভাগই চিনে তৈরি হত। এর কারণ ছিল সস্তা শ্রমিক ও সস্তা কাঁচামালের সহজলভ্যতা। আর এই কারণেই চিন বিশ্বের বৃহত্তম এক্সপোর্ট হাব ছিল।
আরও পড়ুন: আম্বানি, মাস্ককে টক্কর দেবে Airtel! স্যাটেলাইট ব্রডব্যান্ডের যুদ্ধে সামিল হলেন সুনীল মিত্তলও
চিনের জায়গা নিচ্ছে ভারত: কিন্তু, এখন পরিস্থিতি পাল্টেছে। এখন চিনের জায়গা নিচ্ছে ভারত। স্মার্টফোনের লোকাল উৎপাদন বৃদ্ধি করে ভারত রপ্তানির ক্ষেত্রে একটি বড় খেলোয়াড় হয়ে উঠছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে স্মার্টফোন রপ্তানি ২৫৩.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৩ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ৯৯.৮ মিলিয়ন ডলার। এই সময়ে ভারতের স্মার্টফোন রপ্তানির পরিমাণ প্রায় ৭.৭ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: IPL-র আগে ঝড় তুললেন রিঙ্কু সিং! ফিল সল্টও দেখালেন কামাল, স্বস্তিতে KKR
এদিকে, আমরা যদি আমেরিকার কথা বলি, সেক্ষেত্রে ভারত আমেরিকার তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক হয়ে উঠেছে। মূলত, ভারতে স্মার্টফোন উৎপাদন বৃদ্ধির কারণে রপ্তানিও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।