চমক IIT খড়্গপুরের! প্লেসমেন্ট সেশনের প্রথম দিনেই চাকরির ঝড়, কোটি টাকার চাকরি পেলেন একাধিক

বাংলা হান্ট ডেস্ক: IIT খড়্গপুরের (IIT Kharagpur) প্লেসমেন্ট সেশন ২০২৩-এর প্রথম দিনেই প্রি-প্লেসমেন্ট অফার (PPOs) সহ ৭০০ টিরও বেশি প্লেসমেন্ট অফার মিলেছে। ইতিমধ্যেই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গিয়েছে, প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনে পড়ুয়ারা ১৯ টিরও বেশি আন্তর্জাতিক অফার পেয়েছে। যার মধ্যে কিছু CTC ১ কোটি টাকারও বেশি অফার করা হয়েছে বলে খবর মিলেছে।

এই প্রসঙ্গে গত শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, “৬১টিরও বেশি কোম্পানি আমাদের পড়ুয়াদের মূলত সফটওয়্যার, অ্যানালিটিক্স, ফাইন্যান্স-ব্যাঙ্কিং, কনসালটিং এবং কোর ইঞ্জিনিয়ারিংয়ের প্রোফাইলে বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে।”

   

Huge number of jobs in IIT Kharagpur on the first day of placement session

এদিকে, সংস্থাগুলির মধ্যে রয়েছে Arthur D Little, Apple, Da Vinchi, Capital One, DE Shaw, EXL Services, Glean, Google, Graviton, Microsoft, McKinsey, Quantbox, Databricks, Square Point, TSM, Palo Alto সহ আরও একাধিক কোম্পানি।”

আরও পড়ুন: Bitcoin-এই বিপুল লক্ষ্মীলাভ! অতিক্রম করল ৪০,০০০ ডলারের স্তর, আপনিও কি করেছেন বিনিয়োগ?

হাইব্রিড ফরম্যাটে ইন্টারভিউ: এই প্রসঙ্গে IIT খড়্গপুরের এক মুখপাত্র জানিয়েছেন যে, সংস্থাগুলি হাইব্রিড মোডে ইন্টারভিউ নিচ্ছে। যেখানে প্রচুর সংখ্যক সংস্থা প্রত্যক্ষভাবে উপস্থিত রয়েছে। পাশাপাশি, IIT খড়্গপুরের অধ্যাপক তথা কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (CDC) চেয়ারম্যান রাজীব মাইতি জানিয়েছেন, “যথাযথ কৌশল সহ বহু নতুন কোম্পানির উপলব্ধ হওয়া বাজারের মন্দার সময়কে হারাতে এবং এই প্লেসমেন্ট নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের অবদান বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

আরও পড়ুন: নবাগতদের জন্য চাকরির দারুণ সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই বছর, কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার প্রথমবারের মতো “অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ (AIC) ২০২৩”-এর আয়োজন করছে। যার মূল উদ্দেশ্য হল এই দু’টি ক্ষেত্রের মধ্যে ব্যবধান দূর করা। IIT খড়্গপুরের ডিরেক্টর প্রফেসর ভি.কে. তিওয়ারি জানিয়েছেন, “বেশিরভাগ নেতৃত্বস্থানীয় কোম্পানি ইতিমধ্যেই ২০২৩ সালের অগাস্ট মাসে ইন্টার্নশিপের জন্য ক্যাম্পাস পরিদর্শন করেছে এবং এই প্লেসমেন্ট সিজনের জন্য তাদের উপস্থিতিও রেজিস্টার্ড করেছে। ২০২৩-২৪ সালের স্নাতক ব্যাচ এই গঠনমূলক প্লেসমেন্ট ড্রাইভের প্রতি দুর্দান্ত উৎসাহ এবং আত্মবিশ্বাস দেখিয়েছে। পাশাপাশি, কোম্পানিগুলিও মেধাবী শিক্ষার্থীদের নিতে আগ্রহী।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর