‘আন্না হাজারের কাছে আমি ৪ টে চড় খেতে রাজী’: অরবিন্দ কেজরিওয়াল

বাংলাহান্ট ডেস্ক : আন্না হাজারের (Anna Hazare) কাছ চড় খেতেও তৈরি, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। একটা সময় আপ (AAP) সরকারের নয়া আবগারি নীতির উপর অত্যন্ত ক্ষুব্ধ হন প্রবীণ রাজনীতিবিদ আন্না হাজারে। দিল্লি সরকার মদ বিক্রি করছে এমব দাবি করে কেজরিওয়ালকে সর্বসমক্ষে চড় মারবে বলেছিলেন তাঁর একদা গুরু আন্না। আর এদিন সেই কথারই প্রেক্ষিতে আপ সুপ্রিমো জানালেন তিনি তাঁর একদা রাজনৈতিক গুরুর কাছে চড় খেতেও প্রস্তুত।

দিল্লির রামলীলা ময়দান। আন্না হাজারের ধর্না মঞ্চ। সেই প্রতিবাদী মঞ্চ থেকে ভারতের রাজনীতিতে উদয় হল এক জেদি যুবকের। তৈরি হল নতুন রাজনৈতিক দলের। হাতে ‘ঝাঁটা’ নিয়ে ভারতকে দুর্নীতি মুক্ত করার কাজে ব্রতী হলেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রামলীলা ময়দানের সেই উদীয়মান মানুষটিকে। বিজেপির রাজনৈতিক আগ্রাসনের মধ্যেই দিল্লির সিংহাসন দখল করলেন তিনি। এবং তারপরই একের পর এক যুগান্তকারী সিদ্ধান্তে চমকে দিয়েছেন দেশবাসীকে। দিল্লির সীমানা পেরিয়ে আপ ক্ষমতা দখল করেছে পঞ্জাবেও। সেই সেদিনের অরবিন্দ কেজরিওয়াল আজ বড়ই বিপাকে। দিল্লির আবগারি নীতি ঘোষণার পর থেকেই উঠে এসেছে সমালোচনার ঝড়। তিনি সমালোচিত হয়েছেন তাঁর সেই রাজনৈতিক গুরু আন্না হাজারের কাছেও।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘কে এই অরবিন্দ কেজরিওয়াল? ভারতীয় রাজনীতিতে আমার উদয় আকস্মিক। ঠিক যেভাবে উদয় হয়েছে আপের। দিল্লির ক্ষমতা দখলও আকস্মিক ব্যাপার। পাঞ্জাবে ক্ষমতায় আসাও হঠাৎ। এখানে সবকিছুই হয়েছে ভগবানের ইচ্ছায়। না হলে আমি নিজে কখনই এত কিছু করতে পারতাম না।’

নিজের রাজনৈতিক গুরুর বিষয়ে তিনি এদিন বলেন, ‘আমি আন্নাজিকে শ্রদ্ধা করি। তিনি অসাধারণ মানুষ। অত্যন্ত সহজ সরল একজন ব্যক্তি তিনি। কিন্তু আমার বিরোধী পক্ষ তাঁর কানে বিষ ঢালছে। আমার সম্পর্কে ভুল বোঝাচ্ছে। তাঁর পরও হাজারেজি চাইলে যে কোনও দিন তিনি আমাকে ডেকে পাঠাতে পারেন। তিনি চাইলে সকলের সামনে আমার গালে চারটি চড়ও মারতে পারেন। আমি তার জন্য প্রস্তুত আছি।’ এর আগে দিল্লির আবগারি নীতি নিয়ে আন্না হাজারে দাবি করেন কেজরি ক্ষমতার নেশায় বুঁদ হয়ে গেছে।

Sudipto

সম্পর্কিত খবর