গাড়ি ঘিরে দাঁড়িয়ে একদল লোক, হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ বলে ছাড়া পেলেন সইফ পুত্র ইব্রাহিম!

বাংলাহান্ট ডেস্ক : সইফ আলি খানের বড় দুই ছেলেমেয়েই ঝুঁকেছেন অভিনয়ের দিকে। বড় মেয়ে সারা আলি খান বেশ কয়েক বছর আগেই পা রেখেছেন বলিউডে। আর ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) তৈরি হচ্ছেন ডেবিউয়ের জন্য। খুব শীঘ্রই তিনিও অভিষেক করতে চলেছেন হিন্দি সিনেমায়। তবে এখন থেকেই বেশ জনপ্রিয় তিনি নেট পাড়ায়। অনুরাগীর সংখ্যা কম নয় ইব্রাহিমের (Ibrahim Ali Khan)।

ইব্রাহিমের (Ibrahim Ali Khan) মুখে জয় শ্রীরাম ধ্বনি

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দেখা গিয়েছে ইব্রাহিমকে (Ibrahim Ali Khan)। কী হয়েছে ব্যাপারটা? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ইব্রাহিমের গাড়ি ঘিরে ধরেছে বেশ কয়েকজন ভিখারি। এদিকে ইব্রাহিমের (Ibrahim Ali Khan) কাছে নগদ টাকা নেই। ভিখারিরাও ছাড়ার পাত্র নয়। একজন বলে ওঠেন, পাঁচ টাকা দিলে কী এমন ক্ষতি হয়ে যাবে। উত্তরে ইব্রাহিম বলেন, পাঁচ টাকা দিলে কিছুই হবে না, কিন্তু টাকা থাকা তো চাই।

Ibrahim ali khan said jay shri ram but why

হঠাৎ এমন কেন বললেন সইফ পুত্র: নিজের কাছে টাকা না থাকায় গাড়ির ড্রাইভারের কাছেও টাকা চান ইব্রাহিম (Ibrahim Ali Khan)। কিন্তু তাঁর কাছেও ছিল না। এরপরেই একজন ভিখারি বলে ওঠেন, ইব্রাহিমের থেকে তাঁর বাবা বেশি দয়ালু মানুষ। শুনেই কপট রাগ দেখিয়ে সইফ পুত্র বলেন, ‘তাহলে আমার বাবাকেই ফোন করো’। এরপরেই হাতজোড় করে তিনি জোর গলায় বলে ওঠেন, ‘জয় শ্রীরাম’।

আরো পড়ুন : চোখের আড়ালে ভয়ঙ্কর পরিকল্পনা! অবশেষে ফাঁস চিনের জারিজুরি, চাঞ্চল্যকর রিপোর্ট আমেরিকার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও: ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। ইব্রাহিমের (Ibrahim Ali Khan) কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কয়েকজন লিখেছেন, দিদি সারার মতো ইব্রাহিমও খুব মজার মানুষ। মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারেন তিনি। আবার অনেকে তাঁদের মা অমৃতা সিংকেও বাহবা দিয়েছেন সন্তানদের সঠিক ভাবে মানুষ করার জন্য।

আরো পড়ুন : বিতর্কে ভর করেই চমক ‘চমকিলা’র, শাহরুখ-আল্লুকে ছাপিয়ে নয়া পালক জুড়ল দিলজিতের মুকুটে

বাবা সইফের পদবী খান ব্যবহার করলেও মা অমৃতার সঙ্গেই থাকেন সারা ইব্রাহিম (Ibrahim Ali Khan)। ফলত দুই ধর্মের রীতিনীতি মেনেই বড় হয়েছেন তাঁরা। সারাকে প্রায়ই বিভিন্ন মন্দিরে গিয়ে দর্শন করতে দেখা যায়। এবার ইব্রাহিমের মুখেও ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে তাঁকে বাহবা দিয়েছেন নেটিজেনরা।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর