জলের দামে পেয়ে যান ম্যাকবুক, টিভি, ফ্রিজ সবকিছুই! বাম্পার লুট অফার নিয়ে এল ICICI ব্যাঙ্ক

বাংলা হান্ট ডেস্ক : গ্রাহকদের জন্য ধামাকা অফার নিয়ে এল দেশের বেসরকারি খাতের ব্যাঙ্ক আইসিআইসিআই (ICICI)। খুব শীঘ্রই ‘মনসুন বোনানজা’ অফার চালু করার ঘোষণা করেছে সংস্থাটি। সংস্থার দাবি, ‘মনসুন বোনানজা’-এর অধীনে গ্রাহকরা ইলেকট্রনিক্স কেনাকাটা, ভ্রমণ বুকিং, অনলাইন শপিং, ডাইনিং, খাবার অর্ডার, হেলথ এই সমস্ত অর্ডারে আকর্ষণীয় সব ডিল এবং ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি থাকবে দূর্দান্ত ক্যাশব্যাকের সুবিধা। দেরি না করে দেখে নিন কোন সাইটে কত ছাড় পাবেন।

প্রথমেই বলি Flipkart Big Saving Days-এ পেয়ে যাবেন ফ্ল্যাট 10% ছাড়। Croma-তে কেনাকাটা করলে 6,017 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এদিকে আরবান Ladder-এ শপিং করার জন্য পাবেন 7.5% ছাড়। পাশাপাশি নির্বাচিত কিছু Apple রিসেলার স্টোর থেকে ম্যাকবুক এয়ার কেনার সুযোগ পেয়ে যাবেন। আর তাও আবার মাত্র 2,934 টাকা প্রতিমাসের EMI তে। এছাড়া HP-র নির্দিষ্ট কিছু ল্যাপটপ ও ডেস্কটপে 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধাও রয়েছে। সাথে নো কস্ট ইএমআইতে iPhone 14 ও কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রতিমাসে দিতে হবে 2341 হাজার টাকা।

এদিকে OnePlus মোবাইল, টিভি এবং ইন্টারনেট অফ থিংস (IOT) ডিভাইসে 5,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থাটি। Vivo, Xiaomi এবং Motorola মোবাইলে পেয়ে যাবেন 8,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এদিকে LG, Samsung, Haier, Panasonic এবং অন্যান্য ব্র্যান্ডের জিনিস কিনলে সেখানেও 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন। অফার রয়েছে Whirlpool, Hitachi, Carrier Media, Electrolux এবং Eureka Forbes Flat-এও।

TCL এবং Xiaomi টিভিতে প্রায় 10,000 টাকা পর্যন্ত অফ পেতে পারেন। ক্রোমা থেকে 1 লাখ টাকার কেনাকাটা করলে ফ্ল্যাট 5,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়া ফ্যাশন ওয়ার্ল্ডের জন্যেও ভরপুর ছাড় এনেছে সংস্থাটি। এর বাইরে প্রতি সোমবার MakeMyTrip-এ আওতায় ফ্লাইটে 2000 পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাবে গ্রাহকরা। বিজনেস ক্লাসের জন্য 10% পর্যন্ত এবং কাতার এয়ারওয়েজের ইকোনমি ক্লাসে 7% পর্যন্ত ছাড় বরাদ্দ করা হয়েছে।

screenshot 2023 08 08 18 47 09 23 1c337646f29875672b5a61192b9010f9

দেশের মধ্যে কোথাও যেতে হলে সেক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছে ICICI। জানা যাচ্ছে, অভ্যন্তরীণ ফ্লাইটে 2023 টাকা পর্যন্ত অফ পাওয়া যাবে। পাশাপাশি বিশেষ সুবিধা পাবেন হোটেল বুকিংয়ের সময়ও। 3, 4 এবং 5 স্টার হোটেলে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দাবি করতে পারবেন। এছাড়া খাবার দাবারের ক্ষেত্রেও বিশেষ কৃপাদৃষ্টি দিয়েছে এই সংস্থাটি। Zomato তে খাবার অর্ডার করলে পেয়ে যেতে পারেন অতিরিক্ত 15% ডিসকাউন্ট।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর