বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী শেহর শিনওয়ারি অতীতে বহুবার ভারতীয় ক্রিকেট দলকে নিশানা করেছেন। বিভিন্ন সময় ভারতবিদ্বেষী মন্তব্য তাকে এনে ফেলেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এবার তার নতুন টুইট তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাকে পরিণত করেছে। পাকিস্তানি অভিনেত্রী এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মজার টুইট করেছেন।
তিনি বলেছেন আগামী রবিবার জিম্বাবুয়ে যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে তিনি জিম্বাবুয়ের যুবককে বিয়ে করবেন। এর আগে ভারত – বাংলাদেশ ম্যাচের দিন তিনি বিভিন্ন রকম টুইট করছিলেন। তারপর জিম্বাবুয়ে ও ভারতের ম্যাচ নিয়ে তার নতুন টুইট এখন রীতিমত ট্রোলিং এর পর্যায়ে চলে গেছে।
অভিনেত্রী শেহর শিনওয়ারি তার টুইটে লিখেছেন, “আগামী রবিবার জিম্বাবুয়ে যদি আশ্চর্যজনকভাবে ভারতকে হারিয়ে দেয় তাহলে আমি জিম্বাবুয়ের কোনও যুবককে বিয়ে করবো।” এখনো পর্যন্ত ৮৫০ জনেরও বেশি মানুষ এই টুইট লাইক করেছেন। ৪৯ বার রিটুইট করেছেন টুইটার ব্যবহারকারীরা।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেহর শিনওয়ারিকে পাল্টা আক্রমণ করে কেউ লিখেছেন, “এ জীবনে আপনার তাহলে আর বিয়ে করা হলো না। সারা জীবন আপনাকে হয়তো একাই থাকতে হবে।” আবার কেউ কেউ তার পুরনো টুইটের প্রসঙ্গ তুলে বলেছেন, “ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয় আপনি বলেছিলেন আপনার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন।” এই ধরনের নানান রকম নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে শেহর শিনওয়ারির টুইটার অ্যাকাউন্ট।
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
উল্লেখ্য,এর আগে এক রানে জিম্বাবুয়ের কাছে হেরে যায় পাকিস্তান। এহেন জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের পরাজয়ের পর শেহর শিনওয়ারির টুইট এখন রীতিমত হাসির খোরাক।