2017 সালে ভারত যখন ক্যারিবিয়ান সফরে গিয়েছিল সেই সময় বিরাট কোহলি কে আউট করার পর নোটবুক সেলিব্রেশন করেছিল ক্যারিবিয়ান বোলার কেশরিক উইলিয়ামস। সেই পুরোনো বিদ্রুপের জবাব হায়দ্রাবাদে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার ফলে কিছুটা ব্যাকফুটে পড়ে যায় উইলিয়ামস। রবিবার ভারত অধিনায়ক বিরাট কোহলি কে আউট করার পর উইলিয়ামস নোটবুক সেলিব্রেশন না করে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত দিয়েছেন। আর তরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। কেন হটাৎ বিরাট কোহলি কে আউট করার পর এমন ইঙ্গিত করা হল?
এতদিন পর্যন্ত উইলিয়ামস কাউকে আউট করার পর নোটবুক সেলিব্রেশন করতেন কিন্তু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে সেটা না করে মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত দিলেন। শুধুমাত্র কোহলির ক্ষেত্রেই নয় রবীন্দ্র জাদেজাকে আউট করার পরও সেই একই ভঙ্গিমায় অর্থাৎ মুখে আঙ্গুল সেলিব্রেশন করলেন উইলিয়ামস। তারপর থেকে সোশ্যাল মিডিয়া কার্যত দুটি মতামত ভেসে আসছে। একদল মনে করছেন যে প্রথম ইনিংসে কোহলির কাছে ধোলাই খাওয়ার পর কোহলি যেভাবে তাকে নোটবুক সেলিব্রেশন করে জবাব দিয়েছেন তার ফলে কার্যত চুপ করে গিয়েছেন উইলিয়ামস। তাই আর নোটবুক সেলিব্রেশন করার সাহস পাচ্ছেন না তিনি। সেই জন্যই এই নতুন সেলিব্রেশন পদ্ধতি বেছে নিয়েছেন উইলিয়ামস।
অন্যদিকে অনেকেই মনে করছেন কোহলি যেভাবে দুর্দান্ত সব ক্যাচ করে মুখে আঙ্গুল বিপক্ষ দলকে চুপ করে যাওয়ার ইঙ্গিত দেন, কার্যত সেটারই নকল করলেন উইলিয়ামস।