ক্যালিফোর্নিয়ার ছবি পোস্ট করে লিখলেন গিলগিত বালতিস্তান! নেট দুনিয়ায় হাসির খোরাক ইমরান খান

বাংলাহান্ট ডেস্কঃ আবারও স্যোশাল মিডিয়ায় হাসির খরাক হলেন পাকিস্তানের (pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। জ্ঞানের ভাণ্ডার যে তাঁর সীমিত, তা আবারও প্রমাণ করে দিলেন ইমরান খান। ভুল কাজের জন্য স্যোশাল মিডিয়ায় নিজের দেশের মানুষেরাই তাঁকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দিলেন।

ইমরান খানের পোস্ট বিভ্রাট
বিষয়টা হল, পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের দেশের অর্থাৎ পাক অধ্যুষিত কাশ্মীরের গিলগিত বালতিস্তানের (Gilgit-Baltistan) বেশ কয়েকটি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন। নিজের দেশের শীতকালীন সৌন্দর্য্য সকলের সঙ্গে ভাগ করে নিতে গিয়েই বিপাকে পড়লেন পাক প্রধান ইমরান খান। গিলগিত বালতিস্তানের শীতকালীন ফুলের সৌন্দর্য্যের ছবি পোস্ট করতে গিয়ে, সেইসঙ্গে আমেরিকার ক্যালিফোর্নিয়ার (California) ছবি শেয়ার করে ফেলেন ইমরান খান।

স্যোশাল মিডিয়ায় ওঠে হাসির রোল
এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই স্যোশাল মিডিয়ায় ওঠে বিদ্রূপের ঝড়। পাক প্রধানমন্ত্রীকে ঘিরে নানা রকম ঠাট্টা তামাশা করতে থাকেন তাঁর নিজের দেশবাসীরাই। দেশের জায়গায় ঠিকমত চেনেন না বলে, কটাক্ষ করতে থাকেন নাগরিকরা।

ডিলিট করে নতুন ছবি পোস্ট করেন ইমরান খান
নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গেই নিজের করা ট্যুইট পোস্টটি ডিলিট করে, নতুন করে আবারও ছবি পোস্ট করেন ইমরান খান। কিন্তু ততক্ষণে তাঁর পুরনো পোস্টের স্ক্রিনশট স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পাকিস্তানি সাংবাদিক ফাওয়াদ রহমান পাক প্রধানমন্ত্রীর প্রথম ট্যুইটের স্ক্রিনশট স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর ভুল ধরিয়ে দেন। এরপরই ইমরান খান স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবি ডিলিট করে নতুন করে আবারও ছবি পোস্ট করেন।

তবে ইমরান খানের এই ধরণের কর্মকান্ড নতুন কিছু নয়। পূর্বেও নিজের নানা ভুলের কারণে স্যোশাল মিডিয়ায় হাসির পাত্রে পরিণত হয়েছেন তিনি। এবারে তাঁর ভুল ধরিয়ে দেওয়াতে তিনি ঠিকটা বুঝতে পারলেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর