আমজনতার জন্য খুলছে নতুন এক্সপ্রেসওয়ে, এবার দিল্লি টু দেরাদুন পৌঁছবেন মাত্র ২.৩০ ঘন্টায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে (Delhi-Dehradun Express Way) প্রকল্পের অন্যতম আকর্ষণ ১২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রাস্তা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া এই ১২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রাস্তাটি অনেকের কাছেই এখন আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এই লম্বা এলিভেটেড রাস্তাটিতে বসানো হয়েছে স্ল্যাব। পাশাপাশি শেষ হয়ে গিয়েছে ১১ কিলোমিটারে ডামারের কাজও।

ধারণা করা হচ্ছে যান চলাচল করার জন্য ২০২৪ সালের জুলাই মাসে খুলে দেওয়া হতে পারে এই রাস্তাটি। তারপর মাত্র আড়াই ঘণ্টায় অতিক্রম করা যাবে দিল্লি থেকে দেরাদুনের সুদীর্ঘ পথ। ভারতের (India) ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) আধিকারিকরা চেষ্টা চালাচ্ছেন সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তার সৌন্দর্য অপূর্ব।

আরোও পড়ুন : পর্ণার স্মৃতি হারানোর গল্পে টপার নিম ফুলের মধু! দ্বিতীয় স্থানে রইল কে? নয়া চমক TRP লিস্টে

দিল্লি ও দেরাদুনের মধ্যে বর্তমানে দূরত্ব ২৩৬ কিলোমিটার, তবে এই কাজ শেষ হয়ে গেলে দূরত্ব কমে দাঁড়াবে ২১৩ কিলোমিটারে। প্রকল্পের কাজ শেষ হলে কমে যাবে ২৩ কিলোমিটার পথ, ৬ ঘন্টার বদলে মাত্র ৩ ঘন্টায় করা যাবে ভ্রমণ। সাহারানপুরের গণেশপুর এলাকা থেকে দেরাদুনের সীমান্ত পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রাস্তাটি NHAI-এর প্রজেক্টের অন্যতম বড় আকর্ষণ।

এই প্রকল্পের কাজ শেষ হলে যানবাহন চলাচল করবে এলিভেটেড রোড দিয়ে এবং নিচের অংশ দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে বন্যপ্রাণীরা। প্রকল্প পরিচালকের কার্যালয় সূত্রে খবর, শেষ পর্যায়ের কাজ চলছে এলিভেটেড সড়কের। ৯০% এর বেশি এই প্রকল্পের কাজ হয়ে গেছে। ডামার করার পাশাপাশি সাইনবোর্ড ও ক্যাট আইআর মার্কিং এর কাজ সম্পন্ন হয়ে গেছে। এখনো এক কিলোমিটার রাস্তা ডামার করার প্রস্তুতি চালানো হচ্ছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X