মাত্র ৮ বছরেই বৃদ্ধি ২৩৯ শতাংশ! চিনকে ঝটকা দিয়ে বিরাট নজির গড়ল ভারত, সামনে এল আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) যে লম্বা রেসের ঘোড়া, তার প্রমাণ এতদিনে পেতে শুরু করেছে বিশ্বের প্রতিটি দেশ। ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে ছুটছে ভারতীয় অর্থনীতির চাকা। বিশ্বের বিশাল বিশাল দেশগুলি পিছিয়ে যাচ্ছে উন্নত দেশ হওয়া সত্ত্বেও। ভারতের রপ্তানি খাতেও এসেছে উন্নয়নের জোয়ার।

তড়িতড়িয়ে এগোচ্ছে ভারতের (India) অর্থনীতি

এবার তো রীতিমতো ভারতে (India) তৈরি খেলনা রপ্তানির ক্ষেত্রে বিপ্লব ঘটে গেল বলা চলে। সাম্প্রতিক তথ্য অনুসারে ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২০-২৩ অর্থবর্ষে ২৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতে তৈরি খেলনার রপ্তানির পরিমাণ। শুধু তাই নয়, বিদেশ থেকে খেলনা আমদানির পরিমাণ কমে গিয়েছে প্রায় ৫২ শতাংশে।

In this sector India beat China

উল্লেখ্য, একটা সময় খেলার দুনিয়ায় রীতিমতো দাপট দেখিয়েছিল চীন। এবার চীনকে (China) টক্কর দিতে হাজির ভারত। রীতিমত শেয়ানে শেয়ানে চলছে টক্কর। সম্প্রতি আইআইএম লখনৌ ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি) হয়ে ‘Success story of made in India toys’ শীর্ষক একটি সমীক্ষা শুরু করে। 

আরও পড়ুন : আগ্রহ হারিয়েছে দর্শক, TRP তলানিতে, আচমকা বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল

সেই সমীক্ষাতেই প্রমাণিত হয়েছে যে, গোটা বিশ্বে ভারতের তৈরি খেলনা কিভাবে তার দাপট দেখাচ্ছে। শুধু তাই নয়, সামগ্রিক ক্ষেত্রে খেলনা তৈরির কারখানা সম্প্রসারণ থেকে শুরু করে দেশীয় প্রযুক্তিতে জোর দেওয়ার বিষয়ে কিভাবে ভারত সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তার রূপরেখা তুলে ধরা হয়েছে এই সমীক্ষাতে।

In this sector India beat China

রিপোর্ট অনুসারে, ইতিপূর্বে যা উৎপাদন হতো ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অর্থাৎ, ছ বছরে তার দ্বিগুণ হয়ে গিয়েছে। কাঁচামাল আমদানি পরিমান এই সময়কালে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে খেলনা (Toys) প্রস্তুতকারী সংস্থাগুলি। সেটা নেমে এসেছে ৩৩ থেকে ১২ শতাংশে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X