‘দুয়ারে রেশন’র উদ্বোধনে খুলল কর্মসংস্থানের দুয়ার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ ‘দুয়ারে রেশন’ (Duare Ration) নিয়ে এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিলেন নয়া কর্মসংস্থানের হদিশ। এবিষয়ে নতুন ৪২ হাজার কর্মসংস্থানের হদিশ দিলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য দুজন করে কর্মী নিয়ে যেতে পারবেন ডিলাররা।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কমিয়ে দিলেন রেশন ডিলারশিপের খরচও। তবে কর্মী নিয়োগের ক্ষেত্রে জানিয়েছেন, এই কর্মীদের বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার এবং বাকি অর্ধেক দিতে হবে ডিলারদের।

Mamata Banerjee 2 1 1

মুখ্যমন্ত্রী ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ঘোষণা করলেও, এই প্রকল্পের বিরুদ্ধে ছিল ডিলার সংগঠন। নানা রকম সমস্যা খাঁড়া করে আদালতের দারস্থও হয়েছিল তাঁরা। অবশেষে জয় হয় রাজ্য সরকারের। আর তারপর আজই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেইসঙ্গে তিনি জানালেন, ‘বাড়ি বাড়ি রেশন দেওয়ার জন্য ডিলাররা দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন। যার ফলে প্রায় ৪২ হাজার কর্মসংস্থান হতে চলেছে রাজ্যে। যাদের বেতন হবে ১০ হাজার টাকা। যার মধ্যে অর্ধেক দেবে রাজ্য সরকার এবং বাকি অর্ধেক দেবে ডিলাররা’।

পাশাপাশি তিনি আরও জানান, এক্ষেত্রে ২১ হাজার গাড়ির প্রয়োজন হবে ডিলারদের। যদি ডিলাররা নিজেদের গাড়িতে করেই রেশন পৌঁছে দেন, তাহলে ১ লক্ষ টাকা করে ভরতুকি দেবে রাজ্য সরকার। আবার নতুন গাড়ি কিনলেও একই নিয়ম প্রযোজ্য থাকছে। এর ফলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি গাড়ি বিক্রিও বাড়বে। বাড়ানো হবে কুইন্ট্যাল প্রতি কমিশনও। মজবুত হবে রাজ্যের অর্থনীতিও।

Duare Ration 1

সেইসঙ্গে রেশন ডিলারশিপ নেওয়ার খরচ কমিয়ে করা হয় ৫০ হাজার টাকা। পূর্বে এটি ছিল ৫ লক্ষ টাকা। সেখান থেকে কমিয়ে ২ লক্ষ টাকা করা হলেও, এখন তা মাত্র ৫০ হাজার টাকা করা হল। এবার থেকে পুরুষদের পাশাপাশি মহিলারাও হতে পারবেন রেশন ডিলার।


Smita Hari

সম্পর্কিত খবর