বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৫ বছরেই পাল্টে যেতে চলেছে ভারতের (India) সামগ্রিক চিত্র। শুধু তাই নয়, অর্থনীতির দিক থেকেও ভারত দ্রুত এগিয়ে যাবে। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট করেছেন যে, ২৫ বছর পর ভারতের অর্থনীতির আকার ১০ গুণ বৃদ্ধি হবে। এর মানে হল ভারতের বর্তমান GDP ৩.৫ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৫ ট্রিলিয়ন ডলার হবে। পীযূষ গোয়েল বলেছেন যে, ভারতের উন্নয়নের সফর আগামী ২৫ বছরে দেশের বর্তমান ৩,৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতিকে ৩৫,০০০ বিলিয়ন ডলারে নিয়ে যাবে।
হু হু করে এগোবে ভারতের (India) অর্থনীতি:
মূলত, আমেজিং গোয়া গ্লোবাল বিজনেস সামিট ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময়ে গোয়াল জানান যে, একবিংশ শতক ভারতের (India) হতে চলেছে এবং এটি ৩ বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে। ভাইব্রেন্ট গোয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু এবং আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
২৫ বছরে ১০ গুণ বৃদ্ধি পাবে: গোয়েল বলেন যে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেছেন যে একবিংশ শতাব্দী ভারতের (India) শতাব্দী…আমরা আজ যা করছি তা সর্বোত্তম এবং ব্যাপক। প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি। ২০৪৭ সালে আমরা স্বাধীনতার ১০০ তম বার্ষিকী উদযাপন করব।”
গোয়েল আরও জানান, ভারতের (India) অর্থনীতির বৃদ্ধি আগামী ২৫ বছরে ৩,৫০০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩৫,০০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাবে। গোয়েল জানান যে, “এই ১০ গুণ বৃদ্ধি ভারতের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির জোরে সম্ভব হবে। আমরা সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। নিম্ন মুদ্রাস্ফীতি, শক্তিশালী বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এবং বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশের কারণে গত ১০ বছরে বিগত দশকের তুলনায় দ্বিগুণ বিদেশি সরাসরি বিনিয়োগ (FDI) দেশে এসেছে।”
আরও পড়ুন: অবাক কাণ্ড! ফ্রান্সের হয়ে আর খেলতে চান না এমবাপে, কারণ জানলে হয়ে যাবেন “থ”
গ্লোবাল মানচিত্রে পরিচিত হবে গোয়া: এদিকে, ওই অনুষ্ঠানে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান যে, গোয়া প্রধানমন্ত্রী মোদীর ভিশনে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আজ আমরা এখানে নতুন গোয়াকে উপস্থাপন করতে এসেছি, যা ভবিষ্যতে একটি প্রাণবন্ত বিনিয়োগ গন্তব্য হিসাবে আবির্ভূত হতে প্রস্তুত। আমরা পর্যটনের বাইরে গিয়ে রাজ্যটিকে উদীয়মান শিল্পের একটি সমৃদ্ধ হাব করার দিকে কাজ করছি, যা গোয়াকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে।”
আরও পড়ুন: “সামর্থ্য নিয়ে সন্দেহ শুরু হয়”, গম্ভীর-সূর্যকুমারকে কৃতজ্ঞতা জানিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সঞ্জু
এর পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু জানান যে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ঝুঁকি বিশ্লেষণের দিক থেকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে। জানিয়ে রাখি, তিন দিনের আমেজিং গোয়া গ্লোবাল বিজনেস সামিট ২০২৪-এ উপকূলীয় রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করার জন্য বিভিন্ন সেশন, বিজনেস-টু-বিজনেস মিটিং এবং অন্যান্য ইভেন্টের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে।