বাংলাহান্ট ডেস্ক : ফের ভারতীয় অ্যাকাউন্টধারীদের তালিকা প্রকাশ করল সুইস ব্যাঙ্ক (Swiss bank)। প্রকৃতপক্ষে, ভারত সরকারের হাতে ইতিমধ্যেই সুইস ব্যাঙ্ক থেকে প্রকাশিত ভারতীয় অ্যাকাউন্টধারীদের চতুর্থ তালিকা চলে এসেছে। এতে সেইসব ভারতীয় নাগরিক এবং সংস্থার বিবরণ রয়েছে যাদের এখানে প্রচুর পরিমাণে অর্থ জমা রয়েছে।
চুক্তি অনুযায়ী, সুইজারল্যান্ড 101টি দেশের সঙ্গে প্রায় 34 লাখ আর্থিক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করেছে। পিটিআই সূত্র অনুসারে, সুইস ব্যাঙ্কের তরফে প্রকাশিত চতুর্থ তালিকায় শত শত আর্থিক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য রয়েছে। এর মধ্যে নির্দিষ্ট ব্যক্তি, কর্পোরেট এবং ট্রাস্টের সাথে সম্পর্কিত অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, প্রায় 34 লক্ষ অ্যাকাউন্টের বিবরণ 101 টি দেশের সাথে শেয়ার করা হয়েছে। ভারতের সাথে শেয়ার করা অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে যদিও বলা হয়নি যে এই অ্যাকাউন্টগুলিতে কালো টাকা জমা রয়েছে, তবে সন্দেহ করা হয়েছে যে সুইস ব্যাঙ্কের এই অ্যাকাউন্টগুলি ট্যাক্স বাঁচাতে খোলা হয়েছিল।
একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সুইসব্যাঙ্ক থেকে প্রাপ্ত এই ব্যাঙ্কিং ডেটা আর্থিক তছরূপ, সন্ত্রাসে অর্থায়নের পাশাপাশি কর ফাঁকির অন্যান্য মামলার তদন্তের জন্য ব্যবহার করা হতে পারে। এখন এসব অ্যাকাউন্টের ওপর নজরদারি করবে আয়কর বিভাগ। লক্ষণীয় যে ভারত 2019 সালের সেপ্টেম্বরে AEOL এর অধীনে সুইজারল্যান্ড থেকে অ্যাকাউন্টের বিবরণের প্রথম তালিকা পেয়েছিল। সেই সব তথ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের বেআইনি কাজের সমাধান অনেকটাই সহজ হয়েছে।