Big Breaking War Update: পাকিস্তানে ‘অকাল দিওয়ালি’, ৯ টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিল ‘অপারেশন সিদুঁর’! রাত জেগে মনিটর নরেন্দ্র মোদীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মধ্যরাতে কেঁপে উঠল পাকিস্তান। পহেলগাঁওয়ের হত্যা লীলার ১৫ দিনের মাথায় পালটা প্রত্যাঘাত করল ভারত (India)। গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ এর ধাক্কায় তুলকালাম পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। নয়টি স্থানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। ভারতের (India) ‘অপারেশন সিঁদুর’ সফল হয়েছে বলে ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

পাকিস্তানের মাটিতে ভারতের (India) প্রত্যুত্তর ‘অপারেশন সিঁদুর’

রাত পৌনে দুটো নাগাদ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, কিছুক্ষণ আগে ভারতীয় (India) সেনা ‘অপারেশন সিঁদুর’ প্রয়োগ করেছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘাঁটি গুলি থেকেই ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছিল। মোট ৯ টি জায়গায় আঘাত হানা হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, এই প্রত্যাঘাত ছিল ‘সুনির্দিষ্ট’। পাক সেনাবাহিনীর কোনো ক্যাম্পে আঘাত করা হয়নি। পহেলগাঁওতে নৃশংস হামলায় ২৫ জন ভারতীয় (India) এবং একজন নেপালি নাগরিকের হত্যার আবহেই এই প্রত্যাঘাত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

 

India launched operation sindoor in Pakistan and pok

রাত জেগে মনিটরিং নরেন্দ্র মোদীর: সূত্রের খবর বলছে, পাকিস্তানে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদ এর সদর দফতর, মুজফফরাবাদে লস্কর-ই-তৈবার ট্রেনিং সেন্টারের মতো নয়টি জায়গায় হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। কিছুদিন আগেই তিন ভারতীয় (India) সেনাবাহিনীকে যেকোনো প্রত্যাহারের জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, স্থল, নৌ এবং বায়ুসেনার যৌথ অপারেশন ‘অপারেশন সিঁদুর’। ANI সূত্রে জানা গিয়েছে, সারা রাত ধরে পরিস্থিতির উপরে সজাগ দৃষ্টি রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর এর প্রতি মুহূর্ত মনিটরিং করে চলেছেন তিনি।

আরো পড়ুন : দেশজুড়ে যুদ্ধকালীন মহড়া! বাড়িতে রাখুন টর্চ-মেডিক্যাল কিট-টাকা, মক ড্রিলের সময়ে কী কী করবেন?

ফুঁসে উঠেছেন পাক প্রধানমন্ত্রী: জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপের কথা আমেরিকা, ব্রিটেন এবং রাশিয়াকে জানিয়েছে ভারত (India)। মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গেও কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এদিকে পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাহারের কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। ফুঁসে উঠে পালটা যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আরো পড়ুন : ‘এটাই হয়তো আমার শেষ…’, ভক্তদের মন ভেঙে ৫৯-এসেই বড় বার্তা শাহরুখের!

এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পাকিস্তানে পাঁচ জায়গায় কাপুরুষোচিত আঘাত হেনেছে ধূর্ত শত্রুরা। ভারতের এই যুদ্ধ পরিস্থিতির জবাব দেওয়ার অধিকার পাকিস্তান রয়েছে এবং প্রত্যাঘাত দেওয়া হচ্ছে। পাক সেনাবাহিনীর পাশে রয়েছে গোটা দেশ এবং পাকিস্তানের উচ্চ নীতি এবং আদর্শ রয়েছে’। তিনি আরো কটাক্ষ করেছেন, শত্রুর ‘জঘন্য উদ্দেশ্য’ সফল হতে দেবে না পাকিস্তান। শেষ পাওয়া খবর অনুযায়ী, কাশ্মীরে পাকিস্তানের JF 17 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X