শত্রুপক্ষকে কড়া চ্যালেঞ্জ দেবে ভারত! সাইবার হানা রুখতে প্রতিরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্বোধন

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বজুড়ে দ্বন্দ্ব থেকে শুরু করে বিভেদ ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যাচ্ছে মনুষ্য জাতিকে। গত বছর আফগানিস্তানে তালিবানি দখল এবং সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সেই বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরেছে। তবে বর্তমানে যুদ্ধের কৌশল বদলেছে বহুগুণে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেকোনো দেশের প্রধান শক্তির দিক ছিল পরমাণু। কিভাবে পরমাণু বিস্ফোরণ একটি দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে, তার প্রমাণ আমরা অতীতে পেয়েছি। তবে বর্তমানে পরমাণু বিস্ফোরণের চেয়েও অধিক কার্যকর হয়ে উঠেছে ‘সাইবার’ প্রসঙ্গ।

বিগত বেশ কয়েকটি ঘটনা সেই বিষয়টিকে তুলে ধরেছে। এক্ষেত্রে বর্তমানে কেবলমাত্র সাইবার হানার মাধ্যমে একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি দেশ নিজেদের সাইবার দিকটিকে শক্তিশালী করে তুলতে মরিয়া হয়ে উঠেছে আর এবার সেই পথে অগ্রসর হল ভারতবর্ষ। বিশেষজ্ঞদের মতে, সাইবার হানা রুখতে আমাদের একটিমাত্র অস্ত্র রয়েছে এবং সেটি হল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এবার সেই অস্ত্রে শান দিতে নেমে পড়ল কেন্দ্র।

এদিন এই প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। দিল্লির বিজ্ঞান ভবনে প্রতিরক্ষা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ওপর একটি প্রদর্শনী হতে চলেছে, যার উদ্বোধন করবেন স্বয়ং রাজনাথ সিংহ। বর্তমানে এই প্রদর্শনের ওপর নজর রয়েছে গোটা দেশবাসীর।

Rajnath singh

এই প্রসঙ্গে প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, “এ বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হল এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রদর্শনিতে মোট ৭৫ টি প্রযুক্তি দেখানো হতে চলেছে, যেগুলি তৈরি হচ্ছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। এখানে রোবট থেকে শুরু করে সাইবার হানা প্রতিরোধে ব্যবস্থা সকলের সামনে তুলে ধরা হবে।”

Sayan Das

সম্পর্কিত খবর