বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) মেন্স হকি দল ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরি করেছিল। ওই অলিম্পিকে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে ভারতীয় দল। তবে, এশিয়ান উইন্টার গেমসে লজ্জাজনক হারের মুখে পড়েছে ভারতের মেন্স আইস হকি দল।
শোচনীয় হারের সম্মুখীন ভারত (India):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, হংকংয়ের মেন্স আইস হকি দলের বিরুদ্ধে ভারতীয় দল শোচনীয় অবস্থার মধ্যে পড়ে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সমগ্র ম্যাচে ভারতের (India) খেলোয়াড়রা একটি গোলও করতে পারেননি। উল্টে ৩০ গোল খেতে হয়েছে ভারতকে। যার জেরে ভারত চরম ভোগান্তিতে পড়েছে।
Indian men’s Ice hockey team faced a heavy defeat against Hong Kong in their #AsianWinterGames debut. pic.twitter.com/vYRZNx8n6a
— The Bridge (@the_bridge_in) February 5, 2025
ভারতীয় দল হেরেছে ৩০-০ গোলে: হংকংয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা এই ম্যাচটি ভারতের (India) আইস হকি দলের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত হচ্ছে। হংকংয়ের খেলোয়াড়রা একের পর এক গোল করে নিজেদের লিড বাড়াতে থাকে। অন্যদিকে গোটা ভারতীয় দল একটি গোলও করতে পারেনি। যার জেরে হংকং ভারতকে ৩০-০ গোলে পরাজিত করে এবং একটি ঐতিহাসিক জয় হাসিল করে।
আরও পড়ুন: ফের প্রেমে পড়েছেন যুজবেন্দ্র চাহাল? ইনস্টাগ্রামে শেয়ার করলেন “বিশেষ” স্টোরি, হইচই অনুরাগীদের মধ্যে
একটি গোলও করতে পারেনি ভারতীয় দল: এশিয়ান উইন্টার গেমস ২০২৫-এ হংকং দল যেভাবে ভারতীয় দলকে পরাজিত করেছে তা কেউ কল্পনাও করতে পারেনি। তিনটি পিরিয়ডে একটিও গোল করতে পারেনি ভারত। ভারতের (India) গোল কলাম শুরু থেকে শেষ পর্যন্ত ফাঁকা ছিল। অন্যদিকে, হংকংয়ের গোল কলাম একের পর এক বাড়তে থাকে এবং শেষ হয় ৩০-এ।
আরও পড়ুন: ফের চমক! এবার আয়ুর্বেদ মার্কেটে “মেগা এন্ট্রি” নেবেন আম্বানি, লঞ্চ হওয়ার পথে নতুন বিউটি ব্র্যান্ড
এই ম্যাচের তিনটি পিরিয়ডেই হংকং সম্পূর্ণরূপে ভারতের (India) ওপর আধিপত্য বিস্তার করে। যার জেরে ভারতীয় দল রীতিমতো আত্মসমর্পণ করে। প্রথম পর্বে একটিও গোল করতে পারেনি ভারতীয় দল। যেখানে হংকং প্রথম পিরিয়ডে ১০ গোল করেছে। দ্বিতীয় পর্বেও ভারতীয় দলের অবস্থা একই ছিল। কিন্তু হংকং দ্বিতীয় পিরিয়ডে ১২ টি গোল করে। চিনের হারবিন স্পোর্টস ইউনিভার্সিটির স্টুডেন্ট স্কেটিং হলে খেলার তৃতীয় পর্বেও ভারত কোনও গোল করতে পারেনি। সেই সময়ে হংকং ৮ টি গোল করেছে। আর এই ভাবেই ৩০-০ ব্যবধানে জিতে আইস হকিতে নজির সৃষ্টি করে হংকং।