বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের মাটিতে বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতেন আমার আগে বাংলাদেশ শিবির থেকে হুংকার উড়ে এসেছিল যে তারা সেমিফাইনাল খেলবেনই। সেই অনুযায়ী নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে দাপট দেখিয়ে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল টাইগার্সরা। এরপর আস্ফালন আরও বেড়ে গিয়েছিল বাংলাদেশ ভক্তদের। ভারতের মাটিতে ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে (India vs Bangladesh) জয়ের আশাও করছিল তারা।
কিন্তু এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরে কার্যত সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। তাদের রান রেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখান থেকে তাদের পক্ষে টুর্নামেন্টে লড়াইয়ে ফেরা খুবই সমস্যার। তার ওপর চোট আঘাতের সমস্যাও ভোগাচ্ছে বাংলাদেশ দলকে।
তবে এর মধ্যেও দু একটি বিষয় নিয়ে তারা অত্যন্ত আনন্দিত। পরপর ম্যাচ হারলেও কোনো না কোনো সময়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ভারত তিনটি দলকেই চিন্তায় ফেলতে পেরেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের ক্ষেত্রে তারা শেষদিকে পরপর উইকেট তুলে ৪০০ রানের গণ্ডি পৌঁছানো থেকে আটকাতে পেরেছিল রুটদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শুরুতে কয়েকটি উইকেট তুলে নিয়ে কিছুটা চাপে ফেলে দিয়েছিল তারা কিউয়িদের।
আরও পড়ুন: লড়াই করেও হার মানতে বাধ্য হল পাকিস্তান! ওয়ার্নার, মার্শের দাপটে দুরন্ত জয় অস্ট্রেলিয়ার
আর ভারতের ক্ষেত্রে তারা শুরুতে বেশ বড় রানের একটি ওপেনিং পার্টনারশিপ করে ভারতকে চাপে ফেলে দিয়েছিল। কিন্তু তাদের ভক্তদের জন্য দুঃখের ব্যাপার এটাই যে সেই ম্যাচে মাঝের ওভারগুলিতে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে ধীরে ধীরে হারিয়ে যায়।
আরও পড়ুন: অবশেষে রাজি হলেন রোহিত শর্মা! ভারতের পরের ম্যাচে BCCI-এর ইচ্ছামতো দল নামাবেন তিনি
তবে বাংলাদেশ ভক্তদের দাবি ভারতীয় দল টুর্নামেন্টে এখনো যে কটি ম্যাচ জিতেছে তার প্রত্যেকটি তারা রান তাড়া করে জিতেছে।। আর এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিতেই রান তাড়া করতে গিয়ে সবচেয়ে বেশি বল লেগেছিল তাদের ম্যাচ ফিনিশ করার জন্য। অর্থাৎ বাংলাদেশ এই বিষয়ে অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো দলগুলিকে পেছনে ফেলে দিয়েছে। এটা একটা বড় প্রাপ্তি বলেই মনে পড়ছে বাংলাদেশের ভক্তরা।