বাংলা হান্ট ডেস্ক: গত বছর মলদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) দায়িত্ব নেওয়ার পর থেকেই মলদ্বীপের সাথে ভারতের (India) সম্পর্ক ক্রমশ প্রভাবিত হয়েছে। যা সম্প্রতি চরম আকার ধারণ করেছে। এমনকি, অবস্থা এতটাই বেগতিক হয়ে গেছে যে, এই দুই দেশের সম্পর্কে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে।
কিন্তু এত কিছুর পরেও, মলদ্বীপে চলমান ভারতের প্রকল্পগুলি কিন্তু গতি পেয়েছে। আর এর পেছনের অন্যতম কারণ হল ভারত মলদ্বীপের উদ্দেশ্যে আর্থিক সাহায্য অব্যাহত রেখেছে। সরকারি রেকর্ড অনুসারে, আগামী মার্চে শেষ হওয়া এই অর্থবর্ষে মলদ্বীপের প্রকল্পগুলির জন্য ভারত প্রায় ৭৭১ কোটি টাকা অর্থাৎ ৯৩ মিলিয়ন US ডলার বরাদ্দ করেছে।
এদিকে, দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের রেশ বজায় থাকা সত্ত্বেও ভারত মলদ্বীপে উন্নয়নের জন্য সহায়তার হাত বাড়িয়েছে। যদিও, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু চিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি, তাঁর দেশ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। এটি ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্ককে দুর্বল করেছে। তবে এটি দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতাকে প্রভাবিত করেনি। শুধু তাই নয়, বর্তমানে প্রকল্পগুলি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর মধ্যে রয়েছে রাস্তা, সেতু এবং বিমানবন্দর নির্মাণ। যেগুলি ভারতের কাছ থেকে ঋণের সাহায্যে হচ্ছে।
আরও পড়ুন: বড় পরিবর্তন KKR-এ! IPL-এর আগেই ছিটকে গেলেন এই প্লেয়ার, দলে “এন্ট্রি” হল বিধ্বংসী বোলারের
সেনাকে ফিরিয়ে আনতে রাজি ভারত সরকার: উল্লেখ্য যে, মুইজ্জুর অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত সরকার আগামী মে মাসের মধ্যে ম্যালে থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয়েছে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে দেওয়া মানবিক ও চিকিৎসা সহায়তার ওপর জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, ভারত মলদ্বীপকে সাহায্য করেছে ৭৭১ কোটি টাকার। পাশাপাশি, ভারত ভুটানকে সাহায্য করেছে ২,৪০০ কোটি টাকা দিয়ে। অর্থাৎ, ভারতের বড় আর্থিক সাহায্যের দিক থেকে মলদ্বীপ রয়েছে দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন: কাঙাল পাকিস্তানের অর্থব্যবস্থার থেকেও বড় হয়ে গেল টাটা গ্রুপ! পরিসংখ্যান দেখে ঘুম উড়েছে পড়শির
তবে, ভারত মলদ্বীপকে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখলেও চিনের সাথে ম্যালের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন সবাই। সম্প্রতি মলদ্বীপ চিনের একটি রিসার্চ ভেসেলকে তাদের একটি বন্দর পরিদর্শনের অনুমতি দিয়েছে। ভারত ওই অঞ্চলে বহিরাগত শক্তি, বিশেষ করে চিনের উপস্থিতিকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত মলদ্বীপের উন্নয়নের ক্ষেত্রে সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।