বাংলা হান্ট ডেস্কঃ গতকালই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে মহা জোটের দ্বিতীয় বৈঠক (Opposition Meet)। বিজেপি-বিরোধী শিবিরের সেই বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকেই জোটের নাম ঠিক হয় ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’ (INDIA)। অন্যদিকে গতকালই দিল্লিতে এনডিএ বৈঠক থেকে বিরোধী জোটকে একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
ওদিকে বিরোধী বৈঠক শেষ হতে না হতেই তড়িঘড়ি বিজেপির প্রতিক্রিয়ার বহর দেখে কংগ্রেস-তৃণমূলের নেতারাদের ধারণা, কেন্দ্রে এই জোট আলোড়ন ফেলতে শুরু করেছে। তাই এই অবস্থায় এবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই মোদী সরকারকে (Modi Government) চারিদিক থেকে চেপে ধরতে চলেছে বিরোধী জোট (Opposition Parties)।
সূত্রের খবর, এবার বিরোধী জোটের তুরুফের তাস হতে চলেছে মনিপুর ইস্যু (Manipur)। মণিপুরে ৩ মাসেরও বেশি সময় ধরে হিংসা চলছে। উত্তপ্ত গোটা রাজ্য। এবার এই ইস্যুকে হাতিয়ার করেই বিজেপি সরকারের ওপর কোপ বসাতে পারে ঐক্যবদ্ধ বিরোধী জোট। জানা যাচ্ছে, ২১ জুলাই সংসদের অধিবেশন বসতেই মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে পার্লামেন্ট অচল করে দিতে পারে ‘ইন্ডিয়া’।
মণিপুরের হিংসার ঘটনায় লাগাম দিতে এখনও চরম অক্ষম বিজেপি সরকার। এই ইস্যুতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অমিত শাহর ইস্তফা (Amit Shah’s Resignation) দাবি তুলতে পারে ২৬ দলের বিরোধী জোট। লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীও মণিপুর ইস্যুতে প্রশ্ন তুলে বলেন, মণিপুর পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে হবে। এই পরিস্থিতির জন্য জবাব দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
অন্যদিকে, মণিপুর ইস্যু নিয়ে ময়দানে নেমেছে তৃণমূলও। উপদ্রুত এলাকা ঘুরে দেখতে আজ রাজধানী ইম্ফলে যাচ্ছে ৬ তৃণমূল সাংসদের প্রতিনিধি দল। কাজে বুঝতে বাকি নেই যে মণিপুর নিয়ে এবার সংসদের অধিবেশনেও তোলপাড় ফেলতে চলেছে তৃণমূল।