বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে ভারতের মাটিতে আরম্ভ হচ্ছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। বিসিসিআইয়ের (BCCI) উপর দায়িত্ব থাকছে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার। ২০১১ সালে ও বিসিসিআই-কে এই দায়িত্ব পালন করতে হয়েছিল কিন্তু তখন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিছুটা দায়িত্ব ভাগ করে নিয়েছিল। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড এককভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে।
গোটা বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বিসিসিআই এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে পারে কি না সেইদিকে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগেই একটি বড় অভিযোগ ভেসে এলো পাকিস্তানের ক্রিকেট ভক্তদের তরফ থেকে। পাকিস্তানের ক্রিকেট বিসিসিআইকে নিয়ে আপাতত ব্যঙ্গ-বিদ্রুপ করছে এই বিশেষ কারণে।
পাকিস্তান ভারতের মাটিতে আপাতত হায়দ্রাবাদে অবস্থান করছে। এখানেই তারা নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারা নিজেদের বিশ্বকাপ অভিযানও আরম্ভ করবে ওখান থেকেই। আর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের একটি চিত্র সম্প্রতি ভাইরাল হয়েছে যেটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান প্রস্তুতি ম্যাচটি চলার সময় কোন এক ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় রাজীব গান্ধী স্টেডিয়ামের সিটের ছবি শেয়ার করেন। ওই ছবিতে দেখা যায় স্টেডিয়ামের একটা বড় অংশের চেয়ার পাখিতে নোংরা করে রেখেছে এবং সেগুলি পরিষ্কার করা হয়নি বিশ্বকাপের আগে। ওই চিত্রটি নিয়ে এখন বিসিসিআইকে ব্যঙ্গাত্মক আক্রমণ শানাচ্ছে পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলি।
আরও পড়ুন: সুখবর পেলো BCCI! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ভারতের স্বস্তি বাড়িয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
কিন্তু কেন এমনটা হল? স্টেডিয়ামগুলিকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তুলতে প্রতিটি রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন কে ৫০ কোটি টাকা দেওয়া হয়েছিল। তারপরও বিশ্বকাপ শুরুর দুই দিন আগে কেন এমন চিত্র দেখা গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। মূল পর্বের ম্যাচগুলি আরম্ভ হওয়ার পরেও যদি এই চিত্রটা একই রকম থেকে যায় তাহলে সেটা ভারতের মাটিতে বিশ্বকাপের একটা খুব খারাপ বিজ্ঞাপন হিসাবে পরিগণিত হবে।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’