জঘন্য রেফারিং, বিশ্ৰী মাঠ ও ডিফেন্সের ব্যর্থতা! খালি হাতে মালয়েশিয়া থেকে ফিরছে সুনীলের ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মার্ডেকা কাপে (Merdeka Cup) চরম হেনস্থার মুখোমুখি ভারতীয় দল (Indian Football Team)। দুর্দান্ত ফুটবল খেলেও ডিফেন্স, রেফারিং এবং চরম খারাপ অবস্থায় থাকা মাঠের কারণে শেষপর্যন্ত ৪-২ ফলে হেরে ফিরতে হয় সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দলকে। গোটা ম্যাচে দর্শকরা ছিল ভারতের বিরুদ্ধে। এমনকি আত্মরক্ষার্থে ইজরায়েলের নেওয়া নীতিকে ভারত সরকারের সমর্থন জানানোর কারণে ভারতীয় ফুটবল দলকে মাঠে প্যালেস্টাইনের পতাকা দেখিয়ে দুয়ো দেওয়া হয়।

ম্যাচের ৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া ভারত। বিশ্রী ভাবে লাফিয়ে ওঠা বল ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হন সন্দেশ ঝিঙ্গান। কিন্তু মালয়েশিয়ার এই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক ছয় মিনিট পরেই সাহাল আব্দুল সামাদের অতুলনীয় ব্যাকহিল থেকে দুরন্ত ভলি মেরে ভারতকে সমতায় ফেরান নাওরেম মহেশ সিং।

এই মোহনবাগান-ইস্টবেঙ্গল কম্বিনেশন ভবিষ্যতে ভারতীয় দলের বড় ভরসা হয়ে উঠবে বলে বিশ্বাস করেন ভক্তরা। কিন্তু ম্যাচে সমতায় ফিরে লাভ হয়নি। ডিফেন্সের ভুলে ভারতকে আরও দুটি গোল হজম করতে হয় প্রথমার্ধে। তার মধ্যে একটি ছিল পেনাল্টি। ৩-১ ফলে পিছিয়ে ড্রেসিংরুমে ফেরে সুনীলরা।

দ্বিতীয়ার্ধে নাওরেম মহেশ এবং ছাঙতের তৈরি করা আক্রমণ থেকে নিজের ৯৩ তম আন্তর্জাতিক গোল করে দলের হয়ে ব্যবধান কমান অধিনায়ক সুনীল ছেত্রী। ৫৩ মিনিটে এই গোলটি করার কিছুক্ষণ পরে ছাঙতে গোল করে ভারতকে সমতায় ফিরিয়েছিলেন। কিন্তু রেফারি ও লাইন্সম্যানের অপদার্থতায় সেই নিশ্চিত গোলটি বাতিল হয়। ভারতীয় ফুটবলাররা প্রতিবাদ জানালেও কোন লাভ হয়নি। উল্টে ৬১ মিনিটে ডিফেন্সের ভুলে চতুর্থ গোলটি করে ভারতকে পুরোপুরি ব্যাক ফুটে ঠেলে দেয় মালয়েশিয়া।

এরপর ভারত লড়াই ছেড়ে দিয়েছিল এমন নয়। ভারতের একটি শট পোস্টে লাগে। মহেশের তৈরি করা বল থেকে ক্ষমার অযোগ্যভাবে সুযোগ নষ্ট করেন সাহাল। ভারতের একটি পেনাল্টির আবেদন নাকচ হয়। তবে একটি প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে নেমে এই হার ঈগর স্টিম্যাককে খুব একটা ভাবাবে না। মূল লক্ষ্য এশিয়ান কাপ। ভারতীয় দল সুন্দর ফুটবল খেলছে। ম্যাচ রেফারির ভুল এবং আরো কিছু ছোটখাট সমস্যার কারণে হারলেও ভারতের কাছে আসার কারণ অনেক রয়েছে এই ম্যাচটি পরে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর