যাত্রীদের জন্য বড় খবর, করোনা রুখতে নতুন সিদ্ধান্ত নিলো ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ দেশজুড়ে ভয়াল পরিস্থিতি তৈরি করছে। একেরপর এক পূর্বের রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। থেমে নেই মৃতের সংখাও। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনার গ্রাসে এসেছে ফের লাখেরও অধিক জন এবং মৃত ৬৩১ । এহেন ভয়াবহ রূপধারণকারী করোনার সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই উচ্চপদস্থ আমলা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এমনকি উদ্বেগের পারদ মাত্রা ক্রমে ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী ৮ এপ্রিল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসতে চলেছেন মোদী।

এরকম পরিস্থিতিতে করোনার সংক্রমণে (Corona Outbreak)  রাশ টানতে লকডাউনকে (Lockdown) হাতিয়ার না করে জনসচেতনার উপরই ভরসা রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই মত এদিন ভারতীয় রেলের (Indian Railway) তরফে নেওয়া হল তেমনই এক সচেতনতামূলক পদক্ষেপ। রেলের চেয়ারম্যান সুনীত শর্মা সমস্ত জোনাল অফিসারদেরকে চিঠি লিখে জানিয়েছেন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা। চিঠিতে তিনি নির্দেশ দিয়েছেন রেলের সর্বত্র সচেতনতামূলক পোস্টার লাগানোর।

Indian Railways alert! FULL LIST of trains and their timings - What passengers need to know | Zee Business

বিশেষত উল্লেখ করা হয়েছে, প্ল্যাটফর্মের প্রবেশ পথ থেকে টিকিট কাউন্টারে সেই সব পোস্টার অতিদ্রুত লাগিয়ে ফেলার কথা। এমনকি যাত্রীরা কতটা সচেতন হয়ে মাস্ক ব্যবহার করছেন এবং হাত স্যানিটাইজ করছেন তার উপরেও কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের সব মন্ত্রককে নিজেদের আওতাধীন সমস্ত এজেন্সি গুলিতে কোভিড সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরই রেলের তরফে এই নির্দেশিকা (Railway Guideline) জারি করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের করোনা সংক্রমণের পারদ মাত্রা যে হারে ঊর্ধ্বমুখী, তাতে গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ২৬৯ জন এবং শিকার হয়েছেন ৬৩১ জন। আর করোনার এহেন পরিস্থিতি সবথেকে বেশি জাঁকিয়ে বসেছে বাণিজ্যনগরী মুম্বাইয়ে। ওই রাজ্যে গতকাল মোট করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজারেরও অধিক।


সম্পর্কিত খবর