রাজ্যবাসীর জন্য সুখবর, রথের ভিড় সামাল দিতে চলবে স্পেশাল ট্রেন, নয়া ঘোষণা পূর্ব রেলের

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই রথযাত্রা। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মত এক অন্যতম উৎসব। আর রথযাত্রা মানে সমস্ত ভক্তবৃন্দদের উদ্দেশ্য একটাই থাকে জগন্নাথ দর্শন। জগন্নাথ দর্শনের পিঠস্থান অর্থাৎ পুরীর উদ্দেশ্যে পাড়ি দিতে না পারলেও ভক্তদের উদ্দেশ্য থাকে বাংলার বিভিন্ন জগন্নাথ দেবের মন্দির ভ্রমণ। তাই ভ্রমণপিয়াসী মানুষজনদের জন্য এবার সুখবর এলো রেলে তরফে।

জানা গিয়েছে, রথযাত্রা উপলক্ষে পূর্ব রেলের তরফে স্পেশাল ট্রেন চালানো হবে হাওড়া-শিয়ালদা থেকে। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আপ ও ডাউন মিলে মোট 8টি স্পেশাল ট্রেন চলবে।
প্রসঙ্গত উল্লেখ্য, রথযাত্রার মানেই ট্রেনগুলোতে মাত্রাতিরিক্ত ভিড়। আর এই মাত্রাতিরিক্ত ভিড়ের হাত থেকে জনসাধারণ যাতে কিছুটা হলেও স্বস্তি পান সেই উদ্দেশ্যেই হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ১ তারিখ থেকে ৯ তারিখ অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত স্পেশাল ট্রেন চালু থাকবে।

হাওড়া ডিভিশন থেকে হাওড়া-নবদ্বীপ ধাম-হাওড়া EMU স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। অর্থাৎ হাওড়া থেকে চালানো হচ্ছে দুটি আপ স্পেশাল হাওড়া-নবদ্বীপ ধাম ট্রেন। অন্যদিকে নবদ্বীপ থেকেও হাওড়া আসবে দুটি স্পেশাল ট্রেন। অন্যদিকে শিয়ালদা ডিভিশনে চালানো হচ্ছে, শিয়ালদা-কৃষ্ণনগর-শিয়ালদা EMU স্পেশাল ট্রেন। অর্থাৎ, শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রেও একই নিয়ম বজায় থাকবে।

রেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে সময়সূচি।

হাওড়া ডিভিশন :

আপ ট্রেন : হাওড়া থেকে নবদ্বীপ ধামের উদ্দেশে ছাড়বে সকাল ৭ টা বেজে ১০ মিনিটে। সেটি নবদ্বীপে পৌঁছবে সকাল ৯ টা বেজে ৩৫ মিনিটে। পরের আপ ট্রেনটি হাওড়া থেকে রওনা দেবে সকাল ৮ টা বেজে ৫৫ মিনিটে। ট্রেনটি নবদ্বীপ পৌঁছবে সকাল ১১ টা বেজে ১৫ মিনিটে।

ডাউন ট্রেন : প্রথম ট্রেনটি নবদ্বীপ থেকে দুপুর ২টোয় ছাড়বে । সেটি হাওড়া এসে পৌঁছবে বিকেল ৪ টে বেজে ৩০ মিনিটে। তার পরের ডাউন ট্রেনটি নবদ্বীপ থেকে ছাড়বে রাত ৯ টার সময়ে। সেটি হাওড়া এসে ঢুকবে রাত ১১ টা বেজে ৩০ মিনিটে।

শিয়ালদা ডিভিশন :

আপ ট্রেন : প্রথমটি সকাল ৮.২০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১০ টা ৩৫ মিনিটে পৌছবে কৃষ্ণনগর সিটি জংশনে। পরেরটি সকাল ৯.৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১২.০৫ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে ।

ডাউন ট্রেন : বিকেল ৬.৫০ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছেড়ে রাত ৯.১৫ মিনিটে শিয়ালদায় পৌঁছবে। অন্যটি, রাত ১১ টায় কৃষ্ণনগর ছেড়ে রাত ১.৩৫ মিনিটে শিয়ালদা পৌঁছবে।LOCAL AC TRAIN

প্রসঙ্গত, মহা ধুমধামে পালিত হবে এবার মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব। তাই এই রথযাত্রা উৎসবের শামিল হওয়া দর্শনার্থীদের জন্য ভারতীয় রেলওয়ের তরফ থেকে যে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন ভ্রমণ পিপাসু মানুষেরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর