উৎসবের মরশুমে রেলের উপহার! পৌষমেলার জন্য হাওড়া থেকে স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি

Published on:

Published on:

Indian Railway passenger relief at the poush mela special train launched from Howrah
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লেই মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। তার ওপর এই শীতের সময় যাত্রী স্বাচ্ছন্দ ও বাড়তি ভিড় সামাল দিতে শান্তিনিকেতনে পৌষ মেলা উপলক্ষে পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক বিশেষ পদক্ষেপ। শান্তিনিকেতনে পৌষমেলার জন্য বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেলে হাওড়া ডিভিশন (Indian Railway)। জানা যায় হাওড়া- বোলপুর রুটের এই স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি ২৮ ডিসেম্বর থেকে নিয়মিত চলাচল করবে।

পৌষমেলায় যাত্রীস্বস্তি! হাওড়া থেকে চালু বিশেষ ট্রেন, জানুন সময় সূচি (Indian Railway)

এই স্পেশাল ট্রেনের বিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি হাওড়া থেকে যাত্রা করে ব্যান্ডেল, বর্ধমান ও গুসকরা স্টেশনে থামবে এবং এরপর এই ট্রেনটি বোলপুরে পৌঁছবে। মোট ১১ টির এই বিশেষ ট্রেনে ৯ টি সাধারণ ও ২ টি সংরক্ষিত বগি থাকছে। যার ফলে মেলা উপলক্ষে কলকাতা থেকে ও সংলগ্ন এলাকার থেকে আসা যাত্রীরা বোলপুরে আসা-যাওয়া সহজ ও স্বাচ্ছন্দময় হবে বলে মনে করছে।

Indian Railway passenger relief at the poush mela special train launched from Howrah

আরও পড়ুন: বছর শেষে সোনার দামে বড় চমক! বড়দিনে বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

যদিও পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম অজয় পাল সিং বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেন, “বৃহস্পতিবার ট্রেনটি হাওড়া থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে এবং সকাল ৯টা ৫৫ মিনিটে বোলপুরে পৌঁছাবে। অপর দিকে স্পেশাল ট্রেনটি বোলপুর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। মেলার দিনগুলিতে বাড়তি যাত্রী চাপ সামাল দিতেই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।”

প্রসঙ্গত ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা শুরু হলে প্রথমদিকে নতুন কোন বিশেষ ট্রেন না থাকায় পর্যটক ও মেলা প্রেমীদের মধ্যে বেশ কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল। তবে দেরিতে হলেও পূর্ব রেলের এই নতুন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

এছাড়াও শান্তিনিকেতনে পৌষ মেলা উপলক্ষে রেল কর্তৃপক্ষ মনে করছে বাড়তিদের ট্রেন দেওয়ার ফলে এই মেলায় যাত্রীসংখ্যা বাড়বে। পাশাপাশি পৌষ মেলা আগত দর্শনার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে (Indian Railway)।