শনিবার থেকে বাংলায় পথ চলা শুরু অমৃত ভারত এক্সপ্রেসের! জেনে নিন কত ভাড়া পড়বে এই ট্রেনের

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের ইতিহাস যুক্ত হতে চলেছে নতুন মাইলফলক। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলাচল করবে মালদা থেকে বেঙ্গালুরুর মধ্যে।

উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মালদা টাউন, নিউ ফরাক্কার মতো বিভিন্ন স্টেশনে। অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া ১৫ থেকে ১৭ শতাংশ বেশি রাখা হয়েছে অন্যান্য মেল বা এক্সপ্রেস ট্রেনগুলির ভাড়ার তুলনায়। রিজার্ভেশন ফি এবং অন্যান্য চার্জ বাদ দিয়ে  ১ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত  দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত আসনের ন্যূনতম টিকিটের দাম পড়বে ৩৫ টাকা।

   

আরোও পড়ুন : কোথায় রাখবেন নিজের কষ্টার্জিত টাকা? দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কেগুলির নাম জানালো RBI

রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃত ভারত এক্সপ্রেসে ভ্রমণ করা যাবে না কনসেশনাল টিকিট, এবং ফ্রি কমপ্লিমেন্টারি পাসের বিনিময়ে পাওয়া টিকিটে। তবে রেল কর্মীদের জন্য কার্যকর থাকবে প্রিভিলেজ পাস, পিটিও, ডিউটি পাস। এছাড়াও এই ট্রেনে প্রযোজ্য হবে সাংসদদের পাসের বিনিময়ে বুক করা টিকিট, বিধায়কদের রেল ট্র্যাভেল কুপন, স্বাধীনতা সংগ্রামীদের ট্র্যাভেল কুপন।

1342258 vande sadharan express 2

২২টি কোচের অমৃত ভারত এক্সপ্রেসে একসাথে যাতায়াত করতে পারবেন ১৮০০ যাত্রী। এই ট্রেন চলবে পুশ-পুল প্রযুক্তিতে। ডাব্লিউ এপি-৫ ইঞ্জিন যুক্ত থাকবে এই ট্রেনের দুই প্রান্তে। ১২টি নন-এসি স্লিপার কামরা থাকবে আপাতত এই ট্রেনে। অন্য আটটি কোচ হবে জেনারেল ক্যাটাগরির।  লাগেজ ভ্যান হিসাবে ব্যবহার করা হবে দুটি কামরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর