রেল যাত্রীদের জন্য সুখবর! উপত্যকায় ছুটবে প্রথম বৈদ্যুতিক ট্রেন, এই দিন উদ্বোধন করবেন মোদী

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয়দের কাছে ট্রেনে (Indian Railways) সফর মানেই নস্টালজিয়া। আর এবার সেই নস্টালজিয়া বাড়িয়ে ফের এক বড় সুখবর নিয়ে এল ভারতীয় রেল। আগামী ২০ ফেব্রুয়ারি কাশ্মীরে (Kashmir) প্রথম বৈদ্যুতিক ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি, বানিহাল থেকে সাঙ্গলদান পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ রেল সংযোগও শুরু হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ৩৭০ ধারা অপসারণের পর এই প্রথমবার কাশ্মিরের কোনও জনসাধারণের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল সূত্রে খবর, একযোগে প্রায় ২০০০ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় প্রায় পাঁচ শতাধিক রেলস্টেশনকে সংস্কার করা হবে।

একাধিক রেলওয়ে ওভার ব্রিজ ও আন্ডার ব্রিজও নির্মাণ করা হবে এই প্রকল্পের আওতায়। মে-জুন মাসে প্রস্তাবিত লোকসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার আগে কেন্দ্রীয় সরকার এই বড় প্রকল্পগুলি ঘোষণা করবে। তবে রেলের আধিকারিকরা আশা করছেন যে লোকসভা নির্বাচনের আগে শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। এবং এই প্রকল্পের হাত ধরেই উপত্যকাকে দেওয়া আরও এক প্রতিশ্রুতি পূরণ করবে সরকার।

আরও পড়ুন : ‘যেখানে সেখানে হাত’, পরীক্ষার আগে ছাত্রীদের ‘পোশাক খুলে’ তল্লাশি! ধুন্ধুমার কাণ্ড মালদার মাদ্রাসায়

এদিকে সাঙ্গলদান এবং কাটরার মধ্যে দুটি টানেল সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় লাগতে পারে। রেল সূত্রে খবর, দুগ্গা এবং রিয়াসির মধ্যে ১৮ কিলোমিটার দীর্ঘ পথের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েচে। তবে দুই পাশের কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যাচ্ছে না।

আরও পড়ুন : ভোটের মুখে বিরাট ধাক্কা খেল জোট, NDA জয়েন করছেন ফারুক আবদুল্লাহ? করলেন বড় ঘোষণা

vande bharat trains 1688755814294 1688755814484

নতুন রেললাইন চালু হওয়ার পর যাত্রীরা বারামুল্লা থেকে সাঙ্গলদান পর্যন্ত ট্রেনে যাতায়াত করতে পারবেন। এই রুটে ১৯টি স্টেশন রয়েছে এবং এই সেকশনের বিদ্যুতায়নে খরচ হয়েছে ৪৭০ কোটি টাকা। এই সেকশনের বিদ্যুতায়নের ফলে ভবিষ্যতে বন্দে ভারত ট্রেনও চালানো যাবে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর