বাংলা হান্ট ডেস্ক: এবার রেলের (Indian Railways) তরফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, যাত্রীদের বড় স্বস্তি দিয়ে উত্তর রেলওয়ে বুধবার (২০ মার্চ) কাশ্মীর উপত্যকায় ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত, সংশ্লিষ্ট রেলওয়ে উপত্যকায় যাত্রীবাহী ট্রেনগুলিতে সাধারণ দ্বিতীয় শ্রেণির ভাড়া বহাল করেছে।
এই প্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন যে, ভাড়া একলাফে ৪০ থেকে ৫০ শতাংশ কমানো হয়েছে। এদিকে, এর আগে সাদুরা স্টেশন (অনন্তনাগ জেলা) থেকে শ্রীনগরের ভাড়া ছিল ৩৫ টাকা। কিন্তু, নতুন এই সিদ্ধান্তের ফলে ওই ভাড়া নেমে এসেছে ১৫ টাকায়।
আধিকারিকরা জানিয়েছেন যে, ভাড়া কমানোর এই সিদ্ধান্ত কাশ্মীরের পুরো উপত্যকায় প্রযোজ্য রয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। কারণ, এর মাধ্যমে ট্রেনে ভ্রমণ করা খুব লাভজনক এবং সস্তা হয়ে উঠবে। উল্লেখ্য যে, বর্তমানে উপত্যকার উত্তরে বারামুলা শহর থেকে জম্মু বিভাগের রামবান জেলার সাঙ্গলদান পর্যন্ত রেল পরিষেবা বহাল রয়েছে। এমতাবস্থায়, এপ্রিলের শেষের দিকে, উধমপুর থেকে বারামুলা পর্যন্ত রেল পরিষেবা শুরু হবে। যেটি রেল পরিষেবার মাধ্যমে উপত্যকাটিকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করবে।
আরও পড়ুন: ১০ হাজারের বিনিয়োগ পোঁছেছে ২ লাখে! বিনিয়োগকারীদের কপাল ফেরাল আম্বানির এই স্টক
ডিজিটাল ইন্ডিয়া ভিশন প্রচারের প্রস্তুতি: ইতিমধ্যেই, ভারতীয় রেল ডিজিটাল ইন্ডিয়া ভিশন প্রচারের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এমন পরিস্থিতিতে রেল আগামী ১ এপ্রিল, ২০২৪ থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া গ্রহণ করার ঘোষণা করেছে। মূলত, ক্যাশলেস পেমেন্টের প্রক্রিয়ার ওপর জোর দিয়ে, রেল তার সমস্ত টিকিট কাউন্টারকে QR কোড দিয়ে সজ্জিত করতে চলেছে।
আরও পড়ুন: অবস্থা শোচনীয়! চিনের ইতিহাসে সবথেকে বড় কেলেঙ্কারি, দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি দিল ধাক্কা
টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে QR কোডের মাধ্যমে জরিমানা আদায় করা হবে: এদিকে, এবার সমস্ত রেলস্টেশনে সাধারণ এবং সংরক্ষিত টিকিটের জন্য QR কোড ব্যবহার করে টিকিট পাওয়া যাবে। এতে টিকিট পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলাও দূর হবে। এই প্রক্রিয়াটি বাস্তবায়নের সাথে সাথে, ১ এপ্রিল থেকে রেলওয়ে ক্যাটারিং থেকে টিকিট এবং পার্কিং সহ বিভিন্ন জায়গায় অনলাইন পেমেন্ট সুবিধা শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রেল এখন QR কোড স্ক্যানের মাধ্যমে ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করবে। অনলাইন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য, সম্প্রতি রেলওয়ে বোর্ড সমস্ত রেল বিভাগকে মার্চের শেষ নাগাদ এর জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে।