করোনা আতঙ্কে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি হতে চলেছে দর্শকশূন্য ফাঁকা গ্যালারিতে।

এই মুহূর্তে করোনা ভাইরাস পুরো বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যার প্রভাব এসে পড়েছে ভারতেও। এবার করোনা ভাইরাস সরাসরি প্রভাব ফেলল ক্রীড়াক্ষেত্রে। এবার করোনা ভাইরাসের জন্য আগামী 18 তারিখ হতে চলা ভারত এবং দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি হতে চলেছে দর্শকশূন্য ফাঁক ইডেনে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিসিসিআই কে নির্দেশ দেওয়া হয়েছে যে হয় টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হোক নাহলে দর্শকশূন্য গ্যালারিতে করা হোক ম্যাচ গুলি। তারপরই বিসিসিআই এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে সিএবি-তে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া নবান্নে রাজ্যের মুখ্যসচিবের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় এবং ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দেয়।

15957429066d231ddbb59a23142fbaf20efb16838

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এই নির্দেশিকা নিয়ে বিসিসিআই জরুরি বৈঠক করে তারপর নেওয়া হয় এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই নবান্নের তরফে এই নির্দেশিকা রাজ্যের সমস্ত ক্রীড়া সংস্থার কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। তাদের সাথে বৈঠক করে নবান্ন ঠিক করবে ভবিষ্যতে রাজ্যের ক্রীড়া ব্যবস্থার রূপরেখা।

Udayan Biswas

সম্পর্কিত খবর