বাংলা হান্ট নিউজ ডেস্ক: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত। পিঠের চোটের কারণে অধিনায়ক বিরাট কোহলি সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন। তার জায়গায়, ভারতীয় দল লোকেশ রাহুলের অধিনায়কত্বে এই টেস্ট ম্যাচটি খেলবে। তবে অফফর্মে থাকা বিরাটের বদলে সকলে আশা করেছিলেন যে শ্রেয়স আইয়ার-কে সুযোগ দেওয়া হবে। তবে তার বদলে সুযোগ পেয়েছেন হনুমা বিহারি।
টিভিস্ক্রিনে নজর রাখা সকলেই আশ্চর্য হয়েছিলেন যখন কোহলির বদলে রাহুল টসের জন্য বেরিয়েছিলেন। তারপর রাহুল প্রকাশ করেছিলেন যে কোহলির পিঠের উপরিভাগে টান লাগায় তিনি বাদ পড়েছেন এবং দলের ফিজিওরা তার চোট নিয়ে পরীক্ষা করে দেখছেন। তবে, তৃতীয় তথা শেষ টেস্টের জন্য নিয়মিত অধিনায়কের দায়িত্ব নিতে অসুবিধা হবে না কারণ চোট খুব একটা গুরুতর নয়।
রাহুল নিজের বয়ানে জানিয়েছেন “দুর্ভাগ্যবশত বিরাটের পিঠের উপরিভাগে টান ধরেছে, ফিজিওরা তার চোট সারিয়ে তোলার জন্য কাজ করছেন এবং আশা করছি সে পরের টেস্টের জন্য সেরে উঠবে।” রাহুল সোমবার টসে জিটর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান।
ভারতের প্রথম একাদশ:
লোকেশ রাহুল (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিশভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ,