অন্তঃসত্ত্বা হলেন বাঙালি-কন্যা বিপাশা বসু?

বাংলা হান্ট ডেস্ক: সেরা হোরোর সুন্দরী বলেই পরিচিত তিনি। ২০১৬ সালে জন আব্রাহামের সঙ্গে বিচ্ছেদের পর করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন বলিউডের এই বাঙালি সুন্দরী। বুঝতেই পারছেন বিপসি সুন্দরী মানে বিপাশা বসুর কথা বলছি। বিয়ের যদিও বিরতি নিয়েছিলেন তিনি সিনেমার জগৎ থেকে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে তিনি নাকি অন্তঃসত্ত্বা! 

 

মা হতে চলেছেন বিপাশা বসু? এমনই গুঞ্জন শুরু হয়েছে বলিউডের আনাচে কানাচে। সম্প্রতি বিপসী একটি ছবি পোস্ট করেন তাঁর সোস্যাল মিডিয়া সাইটে। অভিনেত্রীর ছবি দেখে, সোশ্যাল সাইটে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বিপাশা বসু। বুধবার প্রযোজক রমেশ তুরানির দীপাবলি পার্টিতে হাজির হন বলিউডের একঝাঁক তারকা। সেই তালিকায় ছিলেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারও। 

https://www.instagram.com/p/B3-bZNOjeag/?utm_source=ig_web_copy_link

প্যাস্টেল সবুজ রঙা লেহেঙা পরে রমেশ তুরানির দীপাবলি পার্টিতে হাজির হন বিপাশা বসু। লেহেঙার সঙ্গে মানানসই গয়নায় সেজে হাজির হন বিপাশা। বিপাশার সেই ছবি দেখেই তাঁর ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে যায়। বিপাশা কি অন্তঃসত্ত্বা, এমন প্রশ্নই করতে শুরু করেন তাঁর ভক্তরা। তবে অনেকে দাবি করতে শুরু করেন, এবার মা হতে চলেছেন বলিউডের বাঙালি-কন্যা। 

 

এদিকে কসৌটি জিন্দগি কি-র পার্ট টু-এ মিস্টার বাজাজ-এর চরিত্র থেকে সরে দাঁড়িয়েছেন করণ সিং গ্রোভার। তবে কী স্ত্রী মা হবে বলেই জনপ্রিয় ওই মেগা শো থেকে সরে দাঁড়ালেন করণ, যদিও সে বিষয়ে কিছু জানা যায়নি স্পষ্ট করে। তবে অনেক নেটিজেনেরা সেটাই মনে করছেন। 

সম্পর্কিত খবর