বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শেষ হবার পর থেকেই আর্জেন্টিনা (Argentina) এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে সম্পর্কটা যেন আরও দৃঢ় হতে শুরু করেছে। মরুদেশে বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের বিশাল সংখ্যক ফুটবলপ্রেমীরা যেভাবে অভাবনীয় সমর্থন জানিয়েছেন সেই খবর আর্জেন্টিনার জনগণের সাথে সাথে পেয়েছেন মেসি (Lionel Messi), দি মারিয়া-রাও (Angel Di Maria)। খবর পাওয়া গিয়েছে এই ঘটনার কারণে ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া আর্জেন্টাইন দূতাবাস সম্প্রতি ফের বাংলাদেশের রাজধানী ঢাকায় কার্যক্রম শুরু করেছে।
এবার ওই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পথে। কারণ আর্জেন্টিনার তৃতীয় ডিভিশনের ক্লাব ‘সোল দে মায়ো’-তে (Sol de Mayo) যোগদান করতে চলেছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া (Jamal Bhuyan)। মেসির দেশে পা রাখার ব্যাপারে অত্যন্ত উত্তেজিত বাংলাদেশ অধিনায়ক নিজেও। বাংলাদেশে তিনি যা বেতন পেতেন আর্জেন্টিনার তৃতীয় ডিভিশনের ক্লাবটিতে তিনি তার প্রায় দ্বিগুণ বেতন পাবেন। আপাতত বাংলাদেশের নিজের বর্তমান ক্লাব ‘শেখ রাসেল’ থেকে ছাড়পত্র যোগাড় করার ব্যাপারে ব্যস্ত রয়েছেন তিনি।
বাংলাদেশের ফুটবল প্রেমীরা বা বলা ভালো মেসি ভক্তরা দাবি করছেন তাদের অধিনায়ক এবার তিনি টপকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)! এমন দাবি করার পেছনে একটা বড় কারণ রয়েছে। জামাল ভূঁইয়া যে লিগে খেলতে চলেছেন তার নাম ‘আর্জেন্টিনা-তোরেনো ফেডারেল এ’, যার ফিফা র্যাঙ্কিং বর্তমানে ৬০। রোনাল্ডো যে ‘সৌদি প্রো লিগে’ খেলেন তার ফিফা র্যাঙ্কিং বর্তমানে ৬৬। এই হিসেবে বাংলাদেশ অধিনায়ক পর্তুগিজ মহাতারকাকে টপকে গিয়েছেন বলে দাবি করছেন বাংলাদেশের মেসি ভক্তরা।
তবে তাদের সেই দাবি রোনাল্ডোর কর্ণগোচর হবে না এবং হলেও তাতে যে তিনি বিশেষ পাত্তা দেবেন, এমনটা নয়। ইউরোপের মাটিতে প্রায় সমস্ত কিছু জয় করার পর এবার এশিয়ার মাটিতে ৩৮ বছর বয়সে তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পা রেখেছেন। তিনি নিজের নতুন ক্লাব আল নাসেরকে সৌদি লিগ চ্যাম্পিয়ন করাতে চান ওখানকার শ্রেষ্ঠ ক্লাব আল হিলালকে পেছনে ফেলে। খাতায় কলমে সৌদি লিগের ক্লাব আল হিলাল কয়েক যোজন এগিয়ে রয়েছেন রোনাল্ডোর নতুন ক্লাবের চেয়ে। কিছুদিন আগেই তারা ক্লাব বিশ্বকাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলেছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে তারা কাতারের চ্যাম্পিয়ন ক্লাব আল দুহাইল এফসি ৭-০ গোলে হারিয়ে। ফলে রোনাল্ডো নিজের লক্ষ্য সম্পর্কে ভালো মতই ওয়াকিবহাল। যা হলো সৌদি লিগে আল হিলালের একাধিপত্যের অবসান ঘটানো।
রোনাল্ডো গত ফেব্রুয়ারি মাসের পারফরম্যান্সের বিচারে সৌদি লিগের সেরা মাসিক ফুটবলার নির্বাচিত হয়েছেন। তিনি গত এক মাসে ৪ টি ম্যাচ খেলে ৮ গোল করেছেন এবং ২ টি গোল করিয়েছেন। ৩৮ বছর বয়সেও তিনি তুলনামূলকভাবে দুর্বল লীগ হলেও দাপট দেখিয়ে বেড়াচ্ছেন। ফুটবল বিশ্বে এমনটা কতজনই বা করে দেখাতে পেরেছেন।