বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে চমক! মন ভেঙে গেল ভারতের তারকা ফাস্ট বোলার বুমরার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন এই মুহূর্তে বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) কতটা ভালো ছন্দে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া তারপরে অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তান এবং তারপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছে তারা। ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh)। তার আগে একটা খারাপ খবর পেলেন ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

সকলেই জানেন এই মুহূর্তে ভারতীয় দলের বোলিং এর মূল ভরসা হলেন এই তারকা ফাস্ট বোলার। চোটের কারণে তিনি এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে কাটিয়েছেন। মাঠে নামতে পারেননি গত বছরের এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার অভাবও রীতিমতো অনুভব করেছে ভারতীয় দল।

bumrah through

কিন্তু চলতি বছরের আগস্টে তিনি আবার মাঠে ফেরেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে। তারপর তিনি সরাসরি এশিয়া কাপের ভারতীয় দলের যোগ দেন এবং সেখানে নিজের যোগ্যতার প্রমাণ দেন। এরপর বিশ্বকাপের দলে তার জায়গা নিয়ে আর কোনও সংশয় থাকে না।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজন কেবলমাত্র ২টি ছক্কা, একসঙ্গে সৌরভের ২ টি রেকর্ড ভাঙার সুযোগ রোহিতের

এখনো অবধি চলতে বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ খেলে ৮ উইকেটে নিয়ে নিয়েছেন বুমরা। প্রত্যেক প্রতিপক্ষের বিরুদ্ধে অসাধারণ বোলিং করেছেন তিনি। তাকে খেলতে গিয়ে সমস্যায় পড়ছে তারকা ক্রিকেটাররা। বাংলাদেশের বিরুদ্ধেও আশা করা যায় তিনি বল হাতে জ্বলে উঠবেন। কিন্তু তার ঠিক আগের দিন রাতে তিনি একটা খারাপ খবর পেলেন।

আরও পড়ুন: মাথায় আকাশ ভাঙলো রোহিত শর্মার! বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বাবরের চেয়েও খারাপ অবস্থা হিটম্যানের

তিন রাউন্ডের খেলার পর আট উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির দৌড়ে সবচেয়ে এগিয়েছিলেন এই ভারতীয় পেসার। কিন্তু আজ আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের দাপট দেখিয়ে জয়ের দিন তাকে একজন না, টপকে গিয়েছেন দুজন কিউয়ি বোলার। এই মুহূর্তে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন মিচেল স‍্যান্টনার। ৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। কিউয়িদের পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধেই। সেই ম্যাচের নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে অন্তত দুটি উইকেট নিয়ে নিজেকে আবার শীর্ষস্থানে তুলে নিতে চাইবেন বুমরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর