উত্তপ্ত পটাশপুর, বোমাবাজির দরুণ হাসপাতালে ভর্তি ওসি-আহত জওয়ান

বাংলাহান্ট ডেস্কঃ শুরু হয়েছে বাংলায় প্রথম দফার নির্বাচন। ৫ জেলায় ৩০ টি আসনে চলছে ভোটদানের কাজ। এরই মধ্যে বিভিন্ন দিক থেকে নানারকম অশান্তির খবরও পাওয়া যাচ্ছে। রাতেই জঙ্গলমহলে বুথফেরত গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ার খবর পাওয়া গেছে, সকাল সকাল ভোট দিতে গিয়ে ইভিএম বিকল হয়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে। আবার পটাশপুরে (patashpur) পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও খবর পাওয়া গিয়েছে।

নির্বাচনের আগের রাতেই পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরার মতো বিধানসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে। পটাশপুর দু নম্বর ব্লক এলাকার সাতসতমাল এলাকায় সমস্যার খবর পেয়ে পটাশপুর থানার ওসি ও কয়েকজন অফিসার-কর্মী ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আবার অন্য বিপত্তি ঘটে।

পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেখানে টহল দিতে দেখে তাদের লক্ষ্য করে বোমাবাজি করা হয়। ঘটনায় আহত হন ওসি, কয়েকজন পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর এক সদস্য। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ওসিকে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

আবার, রাইপুর অঞ্চলের ১৫০ নম্বর সিরিয়া বুথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অন্যদিকে আবার তৃণমূল সদস্যরা দুষ্কৃতীদের জড়ো করে এগরায় রাতভর বোমাবাজির অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে।

অন্যদিকে প্রথম দফা নির্বাচনের আগে জঙ্গলমহলে (junglemahal) ভস্মীভূত বুথফেরত গাড়ি। আচমকাই গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিভাবে এবং কোথা থেকে গাড়িতে আগুন লেগে গেল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

ভোট কর্মীদের খাবার দিতে গিয়েছিল গাড়িটি। কথা ছিল গাড়িটি খাবার পৌঁছে দিয়ে সেখানেই থাকবে। তারপর ভোরবেলায় মাও অধ্যুষিত ওই এলাকা দিয়ে ফেরার কথা। কিন্তু গাড়িটি কেন খাবার পৌঁছে দিয়েই ফিরে আসছিল, সেবিষয়েও তদন্ত চলছে।


Smita Hari

সম্পর্কিত খবর