বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। মে মাসে লোকসভা নির্বাচনের আবহে জামিন পেয়েছেন তিনি। তবে এবার ইডি স্ক্যানারে রয়েছে তাঁর নাম। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল জীবনকৃষ্ণকে। যদিও তাঁর মুখে শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর!
ইডির তলব প্রসঙ্গে কী বললেন জীবনকৃষ্ণ (Jiban Krishna Saha)?
সোমবার সকালে বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক। গোটা অধিবেশনেই ছিলেন তিনি। এরপর বিধানসভার উদ্যান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। বিকেল নাগাদ বিধানসভা থেকে বেরিয়ে যান। এরপর ইডির তলব নিয়ে মুখ খোলেন জীবনকৃষ্ণ।
কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তাঁকে ডাকা হয়েছে কিনা প্রসঙ্গে বড়ঞার বিধায়ক বলেন, তাঁকে তলব করা হয়নি। তবে তাঁর কাছ থেকে কিছু নথি চাওয়া হয়েছিল বলে জানান। সেই নথি সিজিও কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছেন জীবনকৃষ্ণ।
আরও পড়ুনঃ অশান্ত বাংলাদেশ! গুজব ছড়ালেই কড়া পদক্ষেপ, এবার নজরদারি শুরু রাজ্য পুলিশের!
এদিকে ইডি সূত্রে জানা গিয়েছিল, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের তদন্তে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। এর আগে এই মামলায় জীবনকৃষ্ণের স্ত্রী টগরীকেও জেরা করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই বিষয়েই জীবনকৃষ্ণকেও তাঁরা জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন বলে খবর মিলেছিল। যদিও জীবনকৃষ্ণ জানালেন, তাঁকে ডাকা হয়নি।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে জীবনকৃষ্ণের (Jiban Krishna Saha) কান্দির বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেখানে চিরুনি তল্লাশি চালান গোয়েন্দারা। সেই সময় নিজের দু’টি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। পুকুর ছেঁচে সেগুলি পরে উদ্ধার করা হয়। জানা যাচ্ছে, সেই মোবাইল থেকে উদ্ধার করা তথ্যে ‘টাকা ফেরতে’র উল্লেখ ছিল। সেই বিষয়ে তদন্তের জন্যেই জীবনকৃষ্ণকে ইডি তলব করেছিল বলে খবর।