এক বছর করতে হবে না রিচার্জ, কল-ডেটা সব ফ্রি! স্বাধীনতা দিবসের জন্য বাম্পার অফার Jio-র

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আপনিও যদি রিলায়েন্স জিওর গ্রাহক হন তাহলে আপনার জন্য সুখবর। তাহলে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনটিতে। কারণ জিও তার গ্রাহকদের জন্য একেবারে বাম্পার অফার এনেছে। একই সঙ্গে দুটি নতুন এবং সস্তা প্ল্যান নিয়ে এসেছে জিও। চলুন দেরি না করে জেনে নিই জিও-এর এই দুটি প্ল্যানের সুবিধা।

দেশের নম্বর ওয়ান টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে এসেছে। আগামী 15 অগাস্ট দেশে স্বাধীনতা দিবসের দিন লঞ্চ হতে চলেছে এই নতুন অফার। জিও তার ব্যবহারকারীদের জন্য প্রায় 12 মাসের বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে। যেখানে আপনি একবার রিচার্জ করলে 365 দিনের জন্য আর রিচার্জ করতে হবে না।

জিও তার বিভিন্ন গ্রাহকদের জন্য একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এখানে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী প্ল্যান কিনে নিতে পারবেন। জিও এমন একটি প্ল্যান এনেছে যাতে মানুষকে ঘন ঘন রিচার্জ করতে হবেনা। Jio-এর যে রিচার্জ প্ল্যানের কথা আমরা বলছি তা 2,999 টাকায় আসে। এই প্ল্যানে আপনি একসাথে বিপুল পরিমাণে ডেটা পাবেন।

আরও পড়ুন : একটি টিকিটেই ৮ বার ভ্রমণ! ভারতীয় রেলের এই সুবিধার কথা জানলে মাথা ঘুরে যাবে

Jio-এর এই বার্ষিক রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 5G ডেটাও দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি রিচার্জ করা ব্যয়বহুল বলে মনে হলেও এটি কিন্তু আসলে একটা সাশ্রয়ী প্ল্যান। কারণ মাসিক হিসেবে, 250 টাকারও কম খরচ হবে। 2,999 টাকার রিচার্জে আপনি পেয়ে যাবেন 365 দিনের বৈধতা। এবং প্রতিদিনের হিসেবে 2.5GB ডেটা দেওয়া হয়। এতে মোট 912.5GB ডেটা দেওয়া হয়।

1309945 mukesh ambani

পাশাপাশি আরও সুবিধার কথা বললে, এতে প্রতিদিন 100SMS পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি লোকাল, STD এবং রোমিং কলের পরিষেবাও পাবেন। পাশাপাশি আপনি Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও পাবেন। এখানেই শেষ নয়, অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগিতে 249 টাকা বা তার বেশি অর্ডারে 100 টাকা ছাড়। Yatra থেকে ফ্লাইট বুকিংয়ের উপর 1,500 টাকা পর্যন্ত সুবিধাও পাবেন।

তাছাড়াও অনলাইন শপিং অ্যাপ Ajio-তে 999 টাকা বা তার বেশি শপিং করলে সেখানে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং অনলাইন ওষুধের উপরও 20 শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে এতে। এদিকে  রিলায়েন্স ডিজিটাল থেকে কেনা অডিও পণ্যের উপর ফ্ল্যাট 10 শতাংশ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে গ্রাহকদের কাছে। 

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X